দেশে ফিরে সুসংবাদ পেলেন বাংলার মেয়েরা
বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিলেও পরের ম্যাচগুলোতে আর জয় পায়নি বাংলাদেশ। দল হিসেবে ভালো করতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ করেছিলেন কয়েকজন। সেটির পুরস্কার পেলেন এবার আইসিসি থেকে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেখানে উন্নতি হয়েছে ব্যাটার ফারজানা হক পিংকি ও সোবহানা মুস্তারির। তবে বোলিংয়ে কারো উন্নতি হয়নি। বরং পিছিয়েছেন রাবেয়া খান-মারুফা আক্তাররা।
বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ১৯৫ রান করেছিলেন সোবহানা মুস্তারি। এক ইনিংসে সর্বোচ্চ ৬৬ রান ছিল তার বিশ্বকাপে সর্বোচ্চ রান। সেই ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে অবস্থান করছেন ৫৫ নম্বরে।
বিশ্বকাপে সবগুলো ম্যাচ খেলার সুযোগ হয়নি ওপেনার ফারজানা হক পিংকির। ৪ ম্যাচে সুযোগ পেয়ে খুব একটা ভালোও করতে পারেননি তিনি। ৪ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৪৭ রান। একধাপ এগিয়ে ৪৬ নম্বরে আছেন তিনি।
আরও পড়ুন : জিততে হলে দল হিসেবে খেলতে হবে : জ্যোতি
বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২১২ রান করলেও র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন শারমিন আক্তার সুপ্তা। একধাপ পিছিয়ে বর্তমানে তিনি আছেন ৩০ নম্বরে। বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আছেন তিনি।
২ ধাপ পিছিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। তিনি আছেন ৩৬ নম্বরে। ২ ধাপ পিছিয়ে ৮৬ নম্বরে আছেন রিতু মনি। আগের মতোই ৮৯ নম্বরে আছেন মারুফা আক্তার।
বোলিংয়ে অবশ্য উন্নতি হয়নি কারো। এক ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে গেছেন রাবেয়া আক্তার। ৩ ধাপ পিছিয়ে ৫৬ নম্বরে নেমে গেছেন মারুফা আক্তার। বিশ্বকাপের স্কোয়াডে না থাকা সুলতানা খাতুন আছেন ৫৯ নম্বরে।
আরও পড়ুন : বিশ্বকাপের সেমিতে কে কার মুখোমুখি হচ্ছে?
অন্যদিকে, আগের মতোই ১৩ নম্বরে আছেন নাহিদা আক্তার। বাংলাদেশি বোলারদের মধ্যে তিনি সবার ওপরে আছেন। তার মতোই অপরিবর্তিত আছেন ফাহিমা খাতুনও। তিনি আছেন ৩৩ নম্বরে।

স্পোর্টস ডেস্ক