সিরিজ বাঁচানোর ম্যাচে বুধবার মাঠে নামছে বাংলাদেশ
টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় হেরে গেছে প্রথম ম্যাচে। তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় ম্যাচটি তাই হয়ে ওঠেছে বাঁচা-মরার। সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। এমন লক্ষ্যে বুধবার (২৯ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপ-এ।
প্রথম ম্যাচে চট্টগ্রামের উইকেট বিবেচনায় রান কুব একটা বেশি ছিল না। ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। টপঅর্ডার কিংবা মিডলঅর্ডার কেউ সেভাবে রান করতে পারেনি। লোয়ারঅর্ডার ব্যাটারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশের প্রথম ৬ ব্যাটারের মধ্যে মাত্র দুজন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছিলেন। তানজিদ হাসান তামিম ১৫ আর তাওহিদ হৃদয় ২৮ রান করেছিলেন। ম্যাচের আগের দিন অধিনায়ক লিটন বলেছিলেন, তিনি চান ক্রিকেটাররা যেন চাপে পড়েন। প্রথম ম্যাচে সেই চাপে পড়েছিল ব্যাটাররা। কিন্তু চাপ সামলে ঘুরে দাঁড়াতে পারেননি তারা।
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটারদের রানে ফেরার বিকল্প নেই। বিশেষ করে চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটারদের উপর একটু বেশিই দায়িত্ব থাকে। সেজন্য শুরুর দিকের ব্যাটারদের ভালো একটা শুরু এনে দিতে হবে।
প্রথম ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাসও সেটিই প্রত্যাশা করেছেন। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা তার। লিটন বলেন, ‘শেষ ওভার ছাড়া পুরো ম্যাচে আমরা সত্যিই ভাল বোলিং করেছি। আমরা এ ম্যাচে যা ভুল করেছি এসব থেকে দ্রুত আমাদের শিক্ষা নিতে হবে এবং পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে হবে।’
বিশ্বকাপের আগে বাংলাদেশ আর পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে। এই ম্যাচগুলো দিয়েই প্রস্তুতি সারতে হবে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের। তাই এই ম্যাচগুলোতে বাড়তি নজর থাকবে বাংলাদেশের।
প্রথম ম্যাচ জিতে বাংলাদেশের সামনে সুযোগ ছিল টি-টোয়েন্টিতে দুই দলের পরিসংখ্যানে সমতা আনার। সেটি না পারলেও এ ম্যাচ জিতে ব্যবধান কমানোর সুযোগ লিটনদের জন্য। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে আর ওয়েস্ট ইন্ডিজের ১০টি ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হতে পারে শামীম হোসেন পাটোয়ারীকে। অন্যদিকে, প্রথম ম্যাচের জয়ের কম্বিনেশনই ধরে রাখার চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

স্পোর্টস ডেস্ক