অশ্বিনের স্পিনে প্রথম দিনেই কাবু ওয়েস্ট ইন্ডিজ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাননি রবিচন্দ্রন অশ্বিন। ভারতও হেরে গিয়েছিল ম্যাচ। এবার আর সেই ভুল করেনি ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অশ্বিনকে একাদশে ফিরিয়েছে সফরকারীরা। তাতেই টেস্টের প্রথম দিনই দাপট দেখাল রোহিত শর্মার দল।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হয় ভারত। ভারতের সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৫০ রানে অলআউট হয় তারা। জবাবে বিনা উইকেটে ৮০ রানে দিন শেষ করেছে ভারত।
এর আগে গতকাল বুধবার (১২ জুলাই) ডমিনিকার উইন্ডসোর পার্কে শুরুতে টস জিতে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৩১ রানের মাথায় তেজনারায়ণ চন্দরপলকে বোল্ড করেন অশ্বিন। কিংবদন্তি ব্যাটার শিবনারায়ণ চন্দরপলের ছেলে তেজনারায়ণকে আউট করে প্রথম ভারতীয় বোলার হিসেবে বাবা-ছেলে দুজনকেই আউট করার বিরল কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। প্রথম দুই সেশনেই আট হারিয়া বসা ওয়েস্ট ইন্ডিজের রান ১৫০ পর্যন্ত যেতে পারে অ্যালিক অ্যাথেনাজের ব্যাটে ভর দিয়ে। ভারতীয় বোলারদের সামনে একাই লড়াই চালিয়ে গেছেন তিনি। চেষ্টা করেছেন ক্রিজ আঁকড়ে টিকে থাকতে।
শেষ পর্যন্ত ৯৯ বলে ৪৭ রান করা অ্যাথেনাজকেও ফিরতে হয়েছে অশ্বিনের বলে। ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন অশ্বিন। টেস্টে নিয়ে ইনিংসে ৩৩ বার পাঁচ উইকেট পেয়েছেন তিনি। এ ছাড়া এ ম্যাচে তিনি স্পর্শ করেছেন তৃতীয় ভারতীয় বোলার হিসেবে ৭০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলক। অশ্বিনের পাশাপাশি ইনিংসে তিন উইকেট পান রবীন্দ্র জাদেজা।
জবাবে অভিষিক্ত যশ্বসী জাইসওয়ালকে সঙ্গে নিয়ে ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে দিন শেষ করেছে ভারত। দিন শেষে অধিনায়ক রোহিত শর্মা অপরাজিত আছেন ৩০ রানে ও জাইসওয়াল আছেন ৪০ রানে।