ছয় ঘণ্টা ধরে যেন জিজ্ঞাসাবাদ চলেছে গম্ভীর-রোহিতের!
ভারতের সমৃদ্ধ ক্রিকেট ইতিহাসে যা হয়নি এতদিন, সেটিই হয়েছে নিউজিল্যান্ড সিরিজে। টানা ১৮ সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরেছে ভারত। ঘরের মাঠে সেই সিরিজে রীতিমতো কচুকাটা হয়েছে ভারত। সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ৩-০ ব্যবধানে।
এমন হারের পর ম্যাচ শেষেই রোহিত শর্মা স্বীকার করেছিলেন, সব দোষ নিজেদের। দল হয়ে খেলতে না পারায় পড়তে হয়েছে এমন লজ্জায়। দোষ স্বীকার করেও অবশ্য পার পাননি ভারত অধিনায়ক। মুখোমুখি হতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। ঢাকঢোল পিটিয়ে নানা শর্ত দিয়ে ভারতের কোচ হওয়া গৌতম গম্ভীরকেও হতে হয়েছে অলিখিত কাঠগড়ার মুখোমুখি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ সভায় বসেন গম্ভীর, কোহলি ও প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে। সে সভার স্থায়িত্ব প্রায় ছয় ঘণ্টা! রোহিত-আগারকার সরাসরি অংশ নিলেও, গম্ভীর যুক্ত হন অনলাইনে।
সভায় নিউজিল্যান্ড সিরিজে ভারতের ভরাডুবির কারণ জানতে হওয়া হয়। একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় কোচ, নির্বাচক ও অধিনায়কের দিকে। যেখানে উল্লেখযোগ্য প্রশ্ন ছিল পিচ তৈরি, দল নির্বাচন নিয়েও। দুর্দান্ত পেস লাইনআপ থাকার পরও কেন স্পিন নির্ভর পিচ বানানো হলো? টি-টোয়েন্টিতে ভালো হলেও টেস্টে অনভিজ্ঞ নিতিশি রেড্ডি ও হার্শিত রানাকে কেন নেওয়া হলো? মোদ্দাকথা, ছয় ঘণ্টা ধরে প্রশ্নবাণে জর্জর হয়েছেন ভারতীয় দলের প্রতিনিধিরা।