তিন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
এ যেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পুনরাবৃত্তি। সেবার সেমিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পাকিস্তানের বিপক্ষে শিরোপা জয়ের উল্লাসে মেতেছিল ভারত। আর এবার লেজেন্ডস বিশ্বকাপের প্রথম আসরের সেমিতে অসিদের উড়িয়ে দেওয়ার পর ফাইনালে পাকিস্তানকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন হলো যুবরাজরা।
অবশ্য এই সাফল্য ছাপিয়ে আলোচনায় তিন সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিং, সুরেশ রায়না ও যুবরাজ সিং। যারা একটা সময় জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আর এই শিরোপা জয়ের আনন্দে ড্রেসিংরুমে খোঁড়াতে-খোঁড়াতে রিল ভিডিও বানিয়েছেন তারা। যা পোস্ট করতেই শুরু হয় নিন্দার ঝড়।
বলিউড অভিনেতা ভিকি কৌশলের নতুন সিনেমার একটি গানে নাচতে দেখা যায় তাদের। আর তাদের নাচের ধরন কোনোভাবেই ভালো চোখে দেখেননি ন্যাশনাল সেন্টার ফর প্রমোশন অব এমপ্লয়মেন্ট ফর ডিজেবেল পিপল (এনসিপিইডিপি) এর নির্বাহী কর্মকর্তা আরমান আলি। যুবরাজদের এমন নাচ দেখে আমান কলোনি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন তিনি।
আসলে ইনস্টাগ্রামে পোস্ট করা হরভজনের ভিডিওতে তার খুঁড়িয়ে হাঁটার অভিনয়ের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীদের বিদ্রুপ করা হয়ে বলে মনে করেন তিনি। আর ঠিক এই কারণেই তিনি অভিযোগ দায়ের করেন। সাবেক ক্রিকেটারদের এমন নাচ পছন্দ হয়নি ভারতের প্যারা ব্যাডমিন্টন তারকা মানসী যোশীরও। তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
এই ঘটনায় অবশ্য ক্ষমা চেয়েছেন হরভজন সিং। ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘ইংল্যান্ডে প্রতিযোগিতা জেতার পর আমরা কয়েক জন ‘তবা তবা’ গানের সঙ্গে একটা রিল তৈরি করেছিলাম। সেই রিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ তৈরি হয়েছে। কারও মনে আঘাত দিতে চাইনি আমরা। প্রত্যেক এবং সব ধরনের মানুষকে আমরা শ্রদ্ধা করি। তবু যদি মানুষের মনে হয় আমরা ভুল করেছি, তা হলে সকলের কাছে দুঃখপ্রকাশ করছি। অনুরোধ করব এই সংক্রান্ত আলোচনা বন্ধ করে সামনে দিকে তাকানোর।’