ওভার কমিয়ে বৃষ্টির পর খেলা শুরু
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, আয়ারল্যান্ডের পর বাংলাদেশের সামনে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সিরিজ জয়ের হাতছানি। আফগানিস্তানকে শেষ ম্যাচে হারাতে পারলেই চলতি বছরের সবগুলো টি-টোয়েন্টি সিরিজে জেতার রেকর্ড গড়বে বাংলাদেশ। বল হাতে তাসকিন আহমেদের দুর্দান্ত শুরুর পর ম্যাচের অষ্টম ওভারেই হানা দেয় বৃষ্টি। দেড় ঘন্টা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে খেলা। তবে কমেছে ওভার। খেলা হবে ১৭ ওভারে।
৭.৪৫ মিনিটে মাঠ পর্যবেক্ষণের পর ম্যাচ অফিসিয়ালরা আবার ৮টা ৫মিনিটে পর্যবেক্ষণ করেন আম্পায়ারা। আউটফিল্ডি ভেজা থাকার কারণে মূলত দেরি। ম্যাচ অফিসিয়ালরা পুরো মাঠ দেখে পরে সাকিব আল হাসান-রশিদ খানের সঙ্গে কথা বলেন। এর আগে প্রথম ম্যাচে রশিদ খান ভেজা আউটফিল্ডের অভিযোগ করেছিলেন হারার পর।
আজ রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ে নেমে প্রথম ওভারেই তাসকিন আঘাত হানেন আফগান শিবিরে। চতুর্থ বলে তুলে মারতে গিয়ে তাসকিনের হাতে ধরা পড়েন গুরবাজ। আউটের আগে তার ব্যাট আসে ৫ বলে ৮ রান। এরপর আরেক ওপেনার হযরতউল্লাহ জাজাইকেও থিতু হতে দেননি তাসকিন। ৫ বলে ৪ রান করে দলীয় ১৬ রানের মাথায় উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাজাই। বৃষ্টির আগ পর্যন্ত আফগানদের সংগ্রহ ৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রান।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টির অতীত রেকর্ড মোটেও ভালো নয়। এখন পর্যন্ত দলটির বিপক্ষে এই ফরম্যাটে কোনও সিরিজই জিততে পারেনি। আগের দুটি সিরিজের মধ্যে একটি সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে। ঘরের মাঠের সিরিজটি ড্র করেছিল ১-১ ব্যবধানে। তবে, এবারই প্রথম বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি।
শুধু কি তাই? রোববার জিততে পারলে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ডও গড়বে তারা। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে শুধুমাত্র একবারই টানা তিনটি সিরিজ জয়ের নজির আছে বাংলাদেশের। ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়েছিল। এবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের সামনে এখন আফগানিস্তান।