সামনে ব্যস্ত সূচি দেশের ফুটবলে, পরিকল্পনা সাজাল বাফুফে
সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। তাদের ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ বেড়েছে। দেশের ফুটবল নিয়ে অনেক দিন পর মাতামাতি করতে দেখা গেছে মানুষকে। আগামী সেপ্টেম্বর থেকে আবারও ঠাসা সূচি আসতে চলেছে বাংলাদেশের ফুটবলে।
সার্বিক বিষয়ে সমন্বয় করতে সোমবার (১৭ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত হয় ন্যাশনাল টিমস কমিটির সভা। সভায় বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সেপ্টেম্বরের ৪-১২ তারিখের মধ্যে থাকা ‘ফিফা উইন্ডো’-তে যে কোনো একটি দেশকে আমন্ত্রণ জানাবে বাফুফে। তাদের সঙ্গে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফিফা উইন্ডোকে সামনে রেখে আগামী ২০ জুলাই থেকে শুরু হবে জাতীয় দলের আবাসিক ক্যাম্প।
এ ছাড়া, সেপ্টেম্বরের ৪-১২ তারিখ পর্যন্ত থাইল্যান্ডে চলবে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৪ এর বাছাইপর্ব। বাছাইপর্বকে সামনে রেখে অনূর্ধ্ব-২৩ দলের আবাসিক ক্যাম্প শুরু হবে আগস্টের যে কোনো সময়। তবে, সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে আসন্ন এশিয়ান গেমসে। ১৯ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস ২০২৩।
জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা ইতোমধ্যে ২২ সদস্যের দল জমা দিয়েছেন ১৯তম এশিয়ান গেমসের জন্য। তবে, এশিয়ান গেমস চলাকালীন দেশের প্রথম সারির দুই ক্লাব আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ঘরোয়া ও আন্তর্জাতিক সূচি থাকায় সেরা দলটা পাচ্ছেন না কোচ হাভিয়ের কাবরেরা।
সাফে দুর্দান্ত খেলা তারিক কাজী, শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয়, জিকো— কেউই দলে থাকছেন না। জামাল ভূঁইয়ার নেতৃত্বেই অবশ্য এশিয়ান গেমসে অংশ নেবে বাংলাদেশ দল।