বাংলাদেশ-হংকং ম্যাচের আগে মাঠে বর্ণিল আয়োজন

নতুন করে বাংলাদেশের ফুটবলে প্রাণ ফিরে এসেছে। প্রবাসী ফুটবলারদের আগমনে যেমন শক্তিশালী হয়েছে জাতীয় দল, তেমনি দেশজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝেও জেগেছে উচ্ছ্বাস। অনেকটা আত্মবিশ্বাসী হয়েই আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
জাতীয় স্টেডিয়াম ঢাকায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচ শুরুর আগেই জমে উঠবে স্টেডিয়ামের পরিবেশ। মাঠে খেলার উত্তেজনা ছড়িয়ে পড়বে গানের তালে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ম্যাচ শুরুর আগে টেকনোর পৃষ্ঠপোষকতায় দর্শকদের জন্য থাকছে জমকালো ‘কিক-অফ শো’।
এই বিশেষ আয়োজনের মঞ্চ কাঁপাতে হাজির হবেন দেশের তিন জনপ্রিয় পারফর্মার— তাসনিম আনিকা, ব্ল্যাক জ্যাং ও অ্যাভয়েড রাফা। সংগীত আর পারফরম্যান্সে তারা উজ্জীবিত করবেন পুরো স্টেডিয়ামকে।
এদিকে মাঠের খেলাতেও বাড়তি উত্তেজনার অভাব নেই। কারণ, এশিয়ান কাপে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।
এখন পর্যন্ত দুই রাউন্ড শেষে মাত্র ১ পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপে বাংলাদেশের অবস্থান তৃতীয়। শীর্ষে থাকা সিঙ্গাপুরের পয়েন্ট ৪, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় হংকং। আর বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তলানিতে ভারত।
একমাত্র গ্রুপ চ্যাম্পিয়নই সরাসরি সুযোগ পাবে মূলপর্বে খেলতে। তার ওপর বাংলাদেশের তিনটি বাকি ম্যাচের মধ্যে দুটি খেলতে হবে প্রতিপক্ষের মাঠে।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮৪ নম্বরে, হংকংয়ের অবস্থান ১৪৬। তবে, দলের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ হাভিয়ের কাবরেরা। প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোমের আগমনে দল আরও শক্তিশালী হয়েছে বলেই মনে করেন তারা। মাঠে যেমন হবে ৯০ মিনিটের লড়াই, তেমনি খেলার আগে সুর-ছন্দেও স্টেডিয়াম মাতবে উৎসবের আমেজে।