বাংলাদেশ-হংকং ম্যাচে বৃষ্টির শঙ্কা কতটুকু?

এশিয়ান কাপ বাছাইপর্বে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে আলাদা উত্তেজনা বিরাজ করছে। স্টেডিয়ামে বসে খেলা দেখার পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। তবে সব প্রস্তুতির মাঝেই রাজধানীর আকাশ সকাল থেকেই মেঘলা এবং বৃষ্টিও হয়েছে সকাল থেকে। প্রশ্ন উঠেছে, ম্যাচের সময় বৃষ্টি হলে মাঠে গড়াবে কি বাংলাদেশের দুদলের লড়াই?
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়াম ঢাকায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
ক্রিকেটে একটু-আধটু বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় খেলা। ফুটবলের ক্ষেত্রে অবশ্য এমনটা খুব একটা দেখা যায় না। প্রচন্ড ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তবেই বন্ধ থাকে খেলা। তবে, অল্প বৃষ্টি হলেও ব্যাঘাত ঘটে ফুটবলারদের স্বাভাবিক খেলায়। এখন প্রশ্ন হলো, আবহাওয়া কী বলছে? ঢাকায় কি আজ বৃষ্টির শঙ্কা রয়েছে?
আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার অনুযায়ী, আজ ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে খুব কম। তারা বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে ২০ শতাংশ। ম্যাচ শুরুর সময় তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে আজ রাজধানীতে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে । একইসঙ্গে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।