দুর্দান্ত গোলে মায়ামি অভিষেক রাঙালেন মেসি
টানা ১১ ম্যাচে হার। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির অভিষেকের আগে এই ছিল ইন্টার মায়ামির পরিসংখ্যান। তবে, সেই দলটিই কিনা মেসির আগমনে বদলে গেল। কাটাল ১১ ম্যাচের জয়খরা। দুর্দান্ত এক গোল করে অভিষেক রাঙালেন আর্জেন্টাইন কিংবদন্তি।
আজ শনিবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেসির শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে জয়ের স্বাদ পায় মায়ামি। দলটির হয়ে মেসির পাশাপাশি আরেকটি গোল করেন রবার্ট টেইলর।
ইন্টার মায়ামির সমর্থকদের জন্য অন্য যেকোনো ম্যাচ থেকে এই ম্যাচের গুরত্ব অনেকটাই বেশি ছিল। কারণ, বিশ্বকাপজয়ী কিংবদন্তি মেসি যে তাদের ক্লাবের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নেমেছেন। মেসির খেলা দেখার জন্য সমর্থকদের চাহিদা ছিল তুঙ্গে।
আসনসংখ্যার তুলনায় টিকেটের চাহিদা ছিল অবিশ্বাস্য। কোটি টাকাতেও বিক্রি হয়েছে এই ম্যাচের টিকেট। সমর্থকদের হতাশ করেননি মেসি। দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন।
ম্যাচের শুরুর একাদশে যে থাকছেন না আর্জেন্টাইন কিংবদন্তি মেসি, তা আগেই জানা ছিল। প্রথমার্ধের শুরুটা মনমতো হয়নি মায়ামির। বেশকিছু আক্রমণ করলেও কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না দলটি। ২৪তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল ক্লাবটি। তবে সেটি কাজে লাগাতে ব্যর্থ হন রবি রবিনসন।
এরপর ম্যাচের ৪৪তম মিনিটে কাঙ্খিত গোলের দেখা পেয়ে যায় মায়ামি। ডি-বক্সের বাহির থেকে টেইলরের গড়ানো শট ঠেকানোর সুযোগই পাননি ক্রুজ আজুলের গোলরক্ষক। ১-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় মায়ামি। তবে, ম্যাচের ৫৩তম মিনিটে মিনিটে আসে সেই কাঙ্খিত মূহুর্ত। যার জন্য অপেক্ষায় ছিল সবাই। বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি।
ক্রিমাসচির পরিবর্তে মাঠে নামেন মেসি। আর সার্জিও বুসকেটস নামেন রুইজের পরিবর্তে। মেসির পাশাপাশি তার সাবেক বার্সা সতীর্থ ও বন্ধু বুসকেটসও এই ম্যাচ দিয়ে মায়ামির জার্সিতে যাত্রা শুরু করল।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরও বাড়ায় ক্লাবটি। ম্যাচের ৬০তম মিনিটে ফ্রি-কিক পায় ক্লাবটি। মেসির নেওয়া সেই ফ্রি-কিক থেকে যদিও মায়ামি গোল আদায় করতে ব্যর্থ হয়। তবে মায়ামি না পারলেও সমতায় ফিরতে ভুল করেনি আজুল। ম্যাচের ৬৫তম মিনিটে আন্তুনার গোলের ১-১ সমতায় ফেরে ক্লাবটি।
তবে, মেসির মাঠে নামার প্রভাব বেশ ভালোই টের পায় আজুল। একের পর এক আক্রমণে দিশেহারা হতে হয় ক্লাবটি রক্ষণভাগের খেলোয়াড়দের। ম্যাচের ৭৫তম মিনিটে মেসির বাড়ানো বলে মার্টিনেজ বড় জালে জড়াতে ব্যর্থ হলে ফের একবার গোলবঞ্চিত হয় মায়ামি।
এরপর বাকি সময়ে আরও বেশকিছু আক্রমণ করলেও তা গোলের জন্য যথেষ্ঠ ছিল না। অবশেষে অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক গোলে দলকে জেতান মেসি। ম্যাচের ৯৪তম মিনিটে ডি-বক্সের বেশ খানিকটা দূর থেকে নেওয়া মেসির মাপা ফ্রি-কিকে লাফিয়ে পড়েও দলকে বাঁচাতে পারেনি ক্রুজ আজুলের গোলরক্ষক। ২-১ ব্যবধানে এগিয়েই মাঠ ছাড়েন মেসি।