বিশ্বকাপে কী মেন্টর হিসেবে থাকবেন মাশরাফী?
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল তারকা মাশরাফী বিন মোর্ত্তজা। ওয়ানডের সবচেয়ে সফল অধিনায়কও তিনি। তার নেতৃত্বেই বাংলাদেশ ক্রিকেট দল প্রবেশ করে ভয়ডরহীন ক্রিকেটের দুনিয়ায়। যার সুফল এখন পাচ্ছে গোটা দল। মাঠের ক্রিকেটের বাইরেও মাশরাফী সবার কাছে বড়ভাই। এমনকি তামিম ইকবালের অবসর থেকে ফেরার পেছনে মাশরাফীর গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেছে পুরো দেশ।
সম্প্রতি প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, তামিম ও মাশরাফীর বের হয়ে আসার পর চাউর হয় নতুন একটি খবর। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নাকি মাশরাফীকে বাংলাদেশ দলের সঙ্গে মেন্টর হিসেবে চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন তামিম। ওই সময় এটা নিয়ে কিছুই বলেননি বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন।
আজ রোববার (২৩ জুলাই) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ নারী দলের সঙ্গে দেখা করা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। সেখানে তাকে জিজ্ঞেস করা হয় এ বিষয়ে। আসলেই তামিম এমন কিছু চেয়েছিলেন কিনা জানতে চাইলে খোলাসা করে কিছু বলেননি পাপন। বলা চলে, পুরোদস্তুর এড়িয়ে গেছেন এ প্রসঙ্গ।
বিসিবিপ্রধান বলেন, ‘এসব এখন বলার সুযোগ নেই। ওখানে (গণভবনে) যে আলাপটা হয়েছে, সেটা ওখানেই থাক। আমি মনে করি, ওসব নিয়ে বাইরে আলোচনা করার কোনো প্রশ্নই ওঠে না। করা উচিতও না।’