নতুন মৌসুমে সব শিরোপায় চোখ রোনালদোর
ইউরোপ ছেড়ে সৌদি ক্লাবে পাড়ি জমানো ক্রিস্টিয়ানো রোনালদো গত মৌসুমে জিততে পারেননি কিছুই। তার ক্লাব আল-নাসেরে ব্যক্তিগত পারফর্ম্যান্স ভালো থাকলেও দলগত অর্জন শূন্য। আরও একটি মৌসুম সামনে অপেক্ষায়। চলছে প্রাক-মৌসুম প্রস্তুতি। সেখানেও দুই ম্যাচে স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগো ও পর্তুগিজ ক্লাব বেনফিকার কাছে হেরেছে আল-নাসের।
প্রাক-মৌসুমের প্রস্তুতি নিতে আল-নাসের এখন জাপানে। জাপানে যাওয়ার পর সংবাদ সম্মেলনে রোনালদো জানান নতুন মৌসুম নিয়ে তার ইচ্ছের কথা। সবসময় জিততে চাওয়া রোনালদো জানালেন আল-নাসেরের হয়ে আসন্ন মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জিততে চান তিনি।
রোনালদো বলেন, ‘আমরা সব শিরোপা জিততে চাই। জানি, এটা খুবই কঠিন। কিন্তু, আমার মনে হয় আমাদের দারুণ একটা দল আছে। নতুন কোচ, নতুন খেলোয়াড় সবার লক্ষ্য একই থাকবে। সেটি নতুন মৌসুমে অনেক শিরোপা জেতা। মৌসুম শুরুর অপেক্ষায় আছি আমরা।
জাপানে আগামীকাল মঙ্গলবার (২৫ জুলাই) পিএসজি এবং ২৭ জুলাই ইন্টার মিলানের বিপক্ষে দুটো প্রীতি ম্যাচে অংশ নেবে আল- নাসের। ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন কোচ লুইস কাস্ত্রো।