মেসির দেশের নারী ফুটবলারের পায়ে কেন রোনালদোর ট্যাটু?
লিওনেল মেসি—যার বাঁ পায়ের যাদুতে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনা জিতেছে তৃতীয় বিশ্বকাপ শিরোপা। কিন্তু এর পরও আর্জেন্টিনা নারী দলের ফুটবলার ইয়ামিলা রদ্রিগেজের পায়ে মেসি নয় বরং পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর ট্যাটু, কিন্তু কেন?
গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, চলতে থাকা নারী বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার সময় দলটির ফরোয়ার্ড ইয়ামিলা রদ্রিগেজের বাঁ পায়ে বেশকয়েকটি ট্যাটু দেখা গেছে। যেখানে আছে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার ট্যাটু। আছে রোনালদোর একটি ট্যাটু। নেই শুধু মেসির ট্যাটু।
এই নিয়ে এর আগে তেমন কোনো বিতর্ক না হলেও সম্প্রতি বেশ তোপের মুখে পড়েছেন এই ফুটবলার। ভক্ত-সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি মাঠেও তাকে দুয়োধ্বনি দিচ্ছেন। অবশেষে এই ইস্যুতে মুখ খুলেছেন ইয়ামিলা।
গতকাল নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে মেসি ও রোনালদোর ছবি পোস্ট করে ইয়ামিলা জানান,‘দয়া করে থামুন, আমার সময়টা ভালো যাচ্ছে না। আমি কখনও কি বলেছি আমি মেসিবিরোধী?। আমি যেটা বলিনি, সেটা নিয়ে আমাকে এভাবে হয়রানি করবেন না। আমি মানসিকভাবে খুব একটা ভালো নেই। কারও কোনো আদর্শ বা পছন্দের খেলোয়াড় কি থাকতে পারে না? মেসি কিংবদন্তি খেলোয়াড়। এমন না যে আমি তাকে ঘৃণা করি। তবে আমার আদর্শ বা অনুপ্রেরণার জায়গা রোনালদো। তাতে সমস্যা কি?’
নিজের প্রথম বিশ্বকাপে এসে যে এমন তিক্ত অভিজ্ঞতার মধ্যে পড়তে হবে তা হয়তো ভাবেনি ইয়ামিলা। তবে প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। ছেলেরা তিনটি বিশ্বকাপ জিতলেও মেয়েরা এখনও বিশ্বকাপে জয়ের স্বাদ পায়নি।