এলপিএলে হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে সাকিবদের হার
তাওহিদ হৃদয়—ডানহাতি এই ব্যাটার যে লম্বা রেসের ঘোড়া, তার প্রমাণটা দিচ্ছেন প্রতিনিয়তই। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ব্যাট হাতে হৃদয়ের দাপট অব্যাহত। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে দুর্দান্ত অভিষেকের পর এবার আরও একবার নিজের ঝলক দেখালেন এই ডানহাতি ব্যাটার।
আজ শুক্রবার (৪ আগস্ট) এলপিএলে সাকিবের গল টাইটান্সের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে জাফনা কিংস। আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৭ রানের বেশি তুলতে পারেনি গল। জবাবে মাত্র ১২.৪ ওভারে জয় তুলে নেয় জাফনা।
১১৮ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি জাফনার। দলীয় ১৭ রানের মাথায় দলটি হারায় ওপেনার চারিথ আসালাঙ্কাকে। তবে এরপরই রহমানউল্লাহ গুরবাজকে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন হৃদয়। এই দুইজনের ৮৩ রানের অনবদ্য জুটিতে জয়ের ভিত পেয়ে যায় জাফনা। দলীয় ১০০ রানের মাথায় গুরবাজ আউট হলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হৃদয়। গুরবাজ ৩৯ বলে ৫৪ রান। আর হৃদয় ৪টি ছক্কা ও ২টি চারে খেলেন ২৩ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস।
এর আগে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১৭ রানে থামে গল। সাকিব আল হাসান এদিন ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। ৯ বলে ৬ রান করে আউট হন তিনি। তবে ব্যাটিংয়ে না পারলেও বোলিংয়ে সফল ছিলেন সাকিব। ৪ ওভারে ৩১ রানে নিয়েছেন ২টি উইকেট।