মেসির ম্যাজিকে কোয়ার্টার ফাইনালে মায়ামি
পিএসজি থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েই যেন নিজের পুরোনো ছন্দ খুঁজে পেয়েছেন লিওনেল মেসি। অল্পদিনে তার ছোঁয়ায় বদলে গেছে জিততে ভুলে যাওয়া এই দলটি। মেসির জোড়া গোলে টানা চার ম্যাচে জয় তুলে নিয়ে লিগস কাপের শেষ আটে ইন্টার মায়ামি।
আজ সোমবার (৭ আগস্ট) টেক্সাসের দ্য টয়োটা স্টেডিয়ামে লিগস কাপের শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে ৪-৪ সমতায় থাকায় খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। যেখানে ৫-৩ ব্যবধানে জয় তুলে নেয় মায়ামি। এই ম্যাচেও জোড়া গোল পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। এই নিয়ে ৪ ম্যাচে ৭ গোল করল এই ৩৬ বছর বয়সী তারকা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ করতে থাকে মায়ামি। যার ফল পেতে খুব বেশি সময় লাগেনি দলটির। ম্যাচের ষষ্ঠ মিনিটে জর্দি আলবার অ্যাসিস্টে ডি বক্সের বাইরে থেকে গড়ানো শটে বল জালে জড়ান আর্জেন্টাইন কিংবদন্তি মেসি। এরপর সমতায় ফিরতে খুব বেশি সময় লাগেনি ডালাসের।
ম্যাচের ৩৭তম মিনিটে ফ্যাকুন্ডো কুইগনন এর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। তবে প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও খুব বেশি সময় লাগেনি ডালাসের। মাত্র ৮ মিনিট পরই বার্নাডা কামুঙ্গোর গোলে ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় ডালাস।
বিরতি থেকে ফিরে ফের গোল করে বসে ডালাস। এবার স্কোরশিটে নাম তোলেন আলান ভোলাস্কো। ৬৩তম মিনিটে দুর্দান্ত এক গোল করেন তিনি। ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বেশ দুশ্চিন্তায় পড়ে যায় মায়ামি। তবে বেঞ্জামিন ক্রেমাশ্চির এর গোলে ব্যবধান কমায় সফরকারীরা। ৬৫তম মিনিটে গোল করেন এই ফুটবলার।
এরপর ম্যাচের ৬৮তম মিনিটে রবার্ট টেইলরের আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় ডালাস। ৪-২ গোলের লিড নিয়ে জয়ের স্বপ্ন বুনতে থাকে ডালাস। তবে কে জানত নাটকীয়তা এখনও বাকি। ম্যাচের ৮০তম মিনিটে এবার আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় মায়ামি। ৪-৩ ব্যবধানে জয়ের আশা জাগে মায়ামির।
সেই আশাকে পূর্ণতা দেন মেসি। ম্যাচের ৮৫তম মিনিটে চোখ ধাঁধানো এক ফ্রি কিকে ৪-৪ সমতা আনেন এই ক্ষুদে জাদুকর। ম্যাচে পারলেও পেনাল্টিতে মায়ামির ফুটবলারদের অভিজ্ঞতার সঙ্গে পেরে ওঠেনি ডালাস। এই জয়ে লিগস কাপের শেষ আটে মেসির দল। শিরোপা জয় থেকে আর মাত্র দুই ধাপ দূরে গোলাপি জার্সিধারীরা।