হৃদয়ের প্রশংসায় পঞ্চমুখ জাফনা কিংস
তাওহিদ হৃদয়—বাংলাদেশের ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ক্রিকেটারদের একজন। জাতীয় দলের হয়ে মাস পাঁচেকের পথচলায় নিজের জাত চিনিয়েছেন এই ডানহাতি ব্যাটার। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দ্যুতি ছড়িয়েছেন ব্যাট হাতে। হৃদয়ের এমন পারফরম্যান্সে মুগ্ধ তার দল জাফনা কিংস।
বুধবার (৯ আগস্ট) এলপিএল শেষ করে দেশে ফিরেছেন হৃদয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংসের পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের বদলে দলে সুযোগ পায় হৃদয়। কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে মঙ্গলবার ছিল তার শেষ ম্যাচ, যার সমাপ্তিটাও ছিল রঙিন। চার মেরে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন এই ব্যাটার। শুরুটাও হয়েছিল ঝকঝকে। এলপিএল অভিষেকে ৫৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন। ছয় ম্যাচে তিন জয়ে তার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। ৩৮ এর বেশি গড়ে করেছেন ১৫৫ রান।
হৃদয়ের দারুণ পারফরম্যান্সে কৃতজ্ঞতা জানাতে ভোলেনি জাফনা। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, ‘তিনি এলেন, জয় করলেন। কিন্তু, দুর্ভাগ্যবশত তাকে আমাদের ছেড়ে দিতে হচ্ছে। আমরা এই তরুণ সুপারস্টারের দারুণ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ হৃদয় ভাই।’
এছাড়া হৃদয়কে বিদায় জানানোর আগে ড্রেসিংরুমে প্রধান কোচসহ অন্যান্য ক্রিকেটাররা হৃদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য তাকে শুভকামনাও জানিয়েছে। দেশে ফিরে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না হৃদয়। এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে হবে তাকে।