আপনারা যত ইচ্ছা সমালোচনা করেন : হৃদয়
উড়তে থাকা বাংলাদেশের হঠাৎই যেন ডানা ভেঙে গেছে। টি-টোয়েন্টিতে টানা চার সিরিজ জেতা বাংলাদেশ এবার হেরেছে টানা ৪ ম্যাচ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর হেরেছে আয়ারল্যান্ডের বিপক্ষেও।
এই সবগুলো ম্যাচেই ব্যর্থতার চাদরে ঢাকা ছিল ব্যাটাররা। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেও রান করতে হিমশিম খাচ্ছেন ব্যাটাররা। দলের এমন অবস্থা নিয়ে সমালোচনা হচ্ছে অনেক।
গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। হারের পর সংবাদ সম্মেলনে আসেন তাওহীদ হৃদয়। সেখানে তিনি বলেন, সমালোচনা নিয়ে কোনো আপত্তি নেই তার।
হৃদয় বলেন, ‘আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন এটা স্বাভাবিক। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আপনারা চাইলে সমালোচনা করতেই পারেন। যত ইচ্ছা সমালোচনা করেন, আপনাদের অধিকার আছে এবং আপনারা করেন।’
এই সমালোচনা থেকেই ইতিবাচক কিছু নিতে চান জানিয়ে হৃদয় আরও বলেন, ‘এখান থেকে ২-১টা ইতিবাচক জিনিসও হতে পারে। আমি চাই আপনারা করেন (সমালোচনা), এখান থেকেও হয়তো ভালো কিছু হতেও পারে। আমি অনুরোধ করব, আপনারা যুক্তি দিয়ে সমালোচনা করেন। এখান থেকে কিছু ভালো দিক হতেও পারে।’
সর্বশেষ চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই দেড়শ রানও করতে পারেনি বাংলাদেশ। তবুও দলের দুর্বলতা মানতে চান না হৃদয়। জানালেন, ঘুরে দাঁড়ানোর কথা।
হৃদয় বলেন, ‘আমার কাছে মনে হয় না। এমন না যে আমরা করতে পারিনি। আমরা ২০০ রানও করেছি। ২০০ রান করেও হয়তো আমরা সেই ম্যাচটা হেরেছি। চিন্তাভাবনা যদি আমরা ঠিকভাবে করতে পারি, প্ল্যান অনুযায়ী ডেলিভার করতে পারি আমার মনে হয় না এটা ইস্যু হবে। এমন না যে ১৮০ টার্গেট আগে করিনি। আশা করছি এখান থেকে আমরা কামব্যাক করতে পারব।’
ব্যাটিং উইকেটেও ব্যাট করতে পারছে না বাংলাদেশ? এনিয়ে বাংলাদেশের ইনিংসে সেরা ব্যাটার বলেছেন, ‘যখন রান করব না এটা তো মনে হবেই। আমাদের নিজেদের ওপর সেই বিশ্বাসটা রাখতে হবে। আমরা অবশ্যই সবাই চাই ভালো করতে। আমাদের দায়িত্বই প্ল্যান এক্সিকিউশন করা।’

স্পোর্টস ডেস্ক