কাল সিরিজ বাঁচানোর লক্ষ্য বাংলাদেশের সামনে
ফরম্যাটের বদলে যেন বদলে যায় বাংলাদেশ দলের চেহারা। টেস্টে দুর্দান্ত খেলা বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের শুরুটা করেছে হার দিয়ে। ছন্নছাড়া ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে লিটন দাসের দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন সিরিজ বাঁচানোর চিন্তায় বাংলাদেশ। এমন বাঁচা-মরার ম্যাচে আগামীকাল আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ।
শনিবার (২৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। খেলা দেখা যাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। অনলাইনে আইস্ক্রিন, টফি ও ট্যাপম্যাড অ্যাপ এ।
গত মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ে ফেরার লক্ষ্য ছিল। কিন্তু ব্যাটারদের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে জয় বঞ্চিত হয়েছে বাংলাদেশ। টানা চারটি সিরিজ জয়ের পর টানা চার ম্যাচে হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ।
প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের দেওয়া ১৮২ রানের লক্ষ্যে বাংলাদেশ করতে পেরেছিল ১৪২ রান। যেখানে একাই ৮৩ রান করেছিলেন তাওহিদ হৃদয়। পুরো ইনিংসে মাত্র ৩জন ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পেরেছিল। হৃদয়ের বাইরে জাকের আলী অনিক ২০ আর শরিফুল ইসলাম ১২ রান করেছিলেন।
বাংলাদেশের হারা সর্বশেষ ম্যাচের মধ্যে ৩টিতেই দেড়শ রানও করতে পারেনি বাংলাদেশ। যে ম্যাচে দেড়শ করেছিল সেটিও ছিল ১৫১ রান। বাংলাদেশের এই চিত্র দেখে এটা স্পষ্ট যে, ব্যাটিং ব্যর্থতার কারণেই এই হারগুলো দেখেছে বাংলাদেশ।
গত চার ম্যাচের ব্যাটিংয়ে আরও একটি বিষয় স্পষ্ট হয়েছে। সবগুলো ম্যাচেই একজন বা দুজন ব্যাটার একপ্রান্ত আগলে রেখে চাপ নিয়ে ব্যাটিং করে গেছে। কোনো ম্যাচেই সেভাবে বড় কোনো জুটি গড়তে পারেনি বাংলাদেশ। যেটি বাংলাদেশের পেছনে বড় একটি কারণ।
সমস্যা খুঁজে বের করার পরের কাজ সমাধান করা। বাংলাদেশের জন্য সেই সমাধান হলো ব্যাটারদের দায়িত্ব নেওয়া। সঠিকভাবে পারফর্ম করা। বিশেষ করে টপঅর্ডার ব্যাটারদের এই দায়িত্ব নিতে হবে। কারণ, শুরুতেই দ্রুত উইকেট চলে গেলে সেই ম্যাচ খাদের কিনারা থেকে টেনে তোলা বেশ কষ্টসাধ্য কাজ। যেমনটা দেখা গেছে প্রথম টি-টোয়েন্টিতে।
টি-টোয়েন্টি ক্রিকেট মোমেন্টামের খেলা। এখানে পরিসংখ্যানই সব নয়। তবুও কিছুটা স্বস্তির বলা যায়। বাংলাদেশ এ ম্যাচেও মাঠে নামবে সেই স্বস্তি নিয়ে। এখন পর্যন্ত এই ফরম্যাটে মোট ৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে টাইগারদের জয় ৫টি ম্যাচে। তিনটি ম্যাচ জিতেছে আইরিশরা আর একটি ম্যাচের ফলাফল হয়নি।
বোলিংয়ে গত কয়েক বছর ধরেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছে বাংলাদেশ। সেখানে খুব বেশি কিছু করার না থাকলেও বাংলাদেশকে মনযোগ দিতে হবে ফিল্ডিংয়ে। সেই উইন্ডিজ সিরিজ থেকেই ঠিকঠাক মতো বল তালুবন্দি করতে পারছেন না ফিল্ডাররা। টি-টোয়েন্টির ছোট খেলায় যেটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে জিততে হলে বাংলাদেশকে একসঙ্গে পারফর্ম করতে হবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই। বিশেষ করে দায়িত্ব নিতে হবে ব্যাটারদের।
দ্বিতীয় ম্যাচেও একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

ক্রীড়া প্রতিবেদক