চুমুকাণ্ডে ক্ষমা চাইলেন স্পেন ফুটবল প্রধান

ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপ জিতেছে স্পেন। এমন কীর্তি ছাপিয়ে আলোচনায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসের এক নারী ফুটবলারের সঙ্গে চুমুর ঘটনা। যার জেরে শেষমেশ ক্ষমা চাইতে হলো রুবিয়ালেসকে।
আজ মঙ্গলবার (২২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্প্যানিশ টেলিভিশনে প্রচারিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে রুবিয়ালেস নিজের ভুল স্বীকার করে বলেন, ‘অবশ্যই আমি ভুল করেছি এবং আমাকে স্বীকার করতে হচ্ছে। স্বতঃস্ফূর্ত উদযাপনের মুহূর্তে কোনও অসৎ উদ্দেশ্য ছাড়াই এটা ঘটেছিল। এখানে আমরা একে স্বাভাবিকভাবে দেখি কিন্তু বাইরে এটি গোলমাল তৈরি করেছে।
রুবিয়ালেস আরও বলেন, ‘ক্ষমা চাওয়া ছাড়া আর কোনও উপায় নেই এবং এখান থেকে শিক্ষা নিলাম। ফেডারেশনের প্রতিনিধিত্ব করার সময় আমাকে আরও সতর্ক থাকতে হবে।’
এর আগে রুবিয়ালেসকে ক্ষমা চাওয়ার দাবি করেন স্পেনের ক্রীড়ামন্ত্রী মিকুয়েল ইকেতা। স্প্যানিশ রেডিওকে তিনি বলেন, ‘আমি মনে করি একজন খেলোয়াড়কে অভিনন্দন জানাতে তার ঠোঁটে চুমু খাওয়া অগ্রহণযোগ্য। প্রথমত এজন্য তাকে ব্যাখ্যা দিতে ও ক্ষমা চাইতে হবে। এটাই হবে তার জন্য যৌক্তিক কাজ।’
উল্লেখ্য, বিশ্বকাপ জয়ের পর স্বর্ণপদক নিতে পুরস্কার প্রদান মঞ্চে উঠলে স্প্যানিশ নারী ফুটবলার হারমোসোকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খান রুবিয়ালেস। আর এই মুহূর্তটির ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। কীভাবে একজন দায়িত্বশীল কর্মকর্তা এমন কাজ করতে পারে, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।