মেসিদের জন্য নতুন স্টেডিয়াম বানাচ্ছে মায়ামি
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জনপ্রিয়তা কতটা, তা বেশ ভালোভাবেই টের পাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। মেসির আগমনের পর ক্লাবটি আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছে। এই ধারা ধরে রাখতে মরিয়া মায়ামি কর্তৃপক্ষ। এবার ভক্ত-সমর্থকদের কথা মাথায় রেখে নতুন স্টেডিয়াম করার পরিকল্পনা হাতে নিয়েছে মায়ামি।
বর্তমানে ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে খেলেন মেসিরা। এই মাঠে আসন সংখ্যা মাত্র ১৮ হাজার। আগে এই আসনসংখ্যা যথেষ্ট হলেও, মেসির আগমনের পর তা বড়ই অপ্রতুল। কারণ যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাজ্য থেকে মেসির খেলা দেখতে ভক্তরা ছুটে আসছেন। সবমিলিয়ে এই স্টেডিয়াম মেসি উন্মাদনা সামাল দেওয়ার জন্য প্রস্তুত নয় বলে মত অনেকের।
তাই ২০২৫ সালেই নতুন স্টেডিয়ামে খেলার সুযোগ পাবেন মেসিরা। ‘মায়ামি ফ্রিডম পার্ক’ নামে নতুন হোম ভেন্যু তৈরি করছে মায়ামি কর্তৃপক্ষ। প্রায় ১০০ কোটি ডলারে নির্মাণাধীন এই স্টেডিয়ামে ২৫ হাজার দর্শক খেলা দেখার সুযোগ পাবেন। এই স্টেডিয়ামটিতে থাকবে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। এরইমধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে। স্পোর্টস কমপ্লেক্সের পাশাপাশি এটিকে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা মায়ামির।
ক্লাবটির অন্যতম মালিক জর্জ মার্স বলেন, ‘চার বছরের মধ্যে আমরা পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের ফুটবলের ব্যাপারে ধারণা বদলে দিয়েছি। মায়ামি ফ্রিডম পার্কের নির্মাণের ক্ষেত্রে সেই ধারাবাহিকতা বজায় থাকবে। স্পোর্টস কমপ্লেক্স কেমন হতে পারে তার একটা নতুন মাইলফলক তৈরি করবো। বিনোদনের ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা আমাদের।’