বরিশালের দল নিয়ে সন্তুষ্ট তামিম ইকবাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে তামিম ইকবাল খেলেছেন খুলনা টাইটান্সের জার্সিতে। আসন্ন আসরে দেশসেরা এই ওপেনারকে দেখা যাবে ফরচুন বরিশালে। প্লেয়ার্স ড্রাফটের অনেক আগেই তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তামিম ছাড়াও দলে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা। সবমিলিয়ে দল নিয়ে বেশ খুশি তামিম।
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শেষে গনমাধ্যমে কথা বলেন তামিম। এসময় দল নিয়ে নিজের ভাবনা জানান এই বাঁহাতি ওপেনার। তবে অধিনায়ক হবেন কিনা, সেই প্রশ্নে কিছুটা ধোঁয়াশা রেখেছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।
গনমাধ্যমে তামিম বলেন, 'আমার কাছে মনে হয় আমরা যে ধরনের দল চেয়েছিলাম আমরা সেই ধরনের দল করতে পেরেছি। যে প্লেয়ারগুলোকে আমরা টার্গেট করেছিলাম, ওদের আমরা দলে নিয়েছি। বরিশাল একটা সফল ফ্র্যাঞ্চাইজি। ২-৩ বছর ধরেই ওরা প্লে-অফে খেলেছে, ফাইনালও খেলেছে। যে দল আমরা করেছি, আমরা তাদের নিয়েই এগিয়ে যেতে চাই।'
অধিনায়কত্ব প্রসঙ্গে তামিম বলেন 'আমার কাছে মনে হয় আমাদের দলে অনেকগুলো অধিনায়ক আছে। বিপিএলে যারা সাফল্য পেয়েছে। মিরাজ নিজেও একজন ভালো অধিনায়ক। কে হবে এটা আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। আমার কাছে আসলে অধিনায়কত্ব গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে মনে হয় যে অভিজ্ঞতা আমরা মাঠে পাবো, রিয়াদ ভাই, মুশফিক, আমি, মিরাজ আমাদের মনে হয় না নেতৃত্ব খুব বেশি গুরুত্বপূর্ণ।'
ফরচুন বরিশালের স্কোয়াড : তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ,খালেদ আহমেদ, ইবরাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিত ওয়েলালাগে, মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, দীনেশ চান্দিমাল।

স্পোর্টস ডেস্ক