বিশ্বকাপের আগ মুহূর্তে তামিম ইস্যুতে নতুন মোড়
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই ভারত বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের সেই দলে কারা থাকতে পারেন, তা নিয়ে জল্পনার শেষ নেই ভক্তদের। এরই মধ্যেই নতুন খবর বিশ্বকাপ দলে ওপেনার তামিম ইকবালের থাকা নিয়ে দোটানায় নির্বাচকরা।
গত শনিবার (২৩ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে নিজের চোট নিয়ে তামিম জানিয়েছিলেন, তিনি এখনও পুরোপুরি ফিট নন। পুরো ফিট না হওয়ায় খেলছেন না শেষ ওয়ানডেতেও। এ ছাড়া জানা যায়, বিশ্বকাপে তামিম হয়তো সবগুলো ম্যাচে খেলতে পারবেন না। এই বিষয়টি মাথায় রেখে যেন দল সাজান নির্বাচকরা। সেই বার্তাও নাকি দিয়ে রেখেছেন বাঁহাতি এই ওপেনার।
স্বাভাবিকভাবেই তামিমের এমন মন্তব্যে নড়েচড়ে বসেছে নির্বাচকরা। কারণ বিশ্বকাপ দল ঘোষণার ঠিক আগে তামিমকে নিয়ে যে শঙ্কা থেকেই যাচ্ছে। তামিমের চোটের যে অবস্থা, তাতে তাকে নিয়ে আদৌ ঝুঁকি নিতে চায় কিনা টিম ম্যানেজমেন্ট সেটাও বড় এক প্রশ্ন।
যদি তামিমকে রেখে বিশ্বকাপ দল ঘোষণা করা হয়, তবে তিনি যে সবগুলো ম্যাচে নাও খেলতে পারেন, এই বিষয়টিও বিবেচনায় রাখতে হবে টিম ম্যানেজমেন্টকে। সেক্ষেত্রে সঠিক কম্বিনেশন খুঁজে পেতেও বেগ পেতে হবে বাংলাদেশকে। কারণ, ওপেনিংয়ে তামিমের জায়গায় যোগ্য কাউকে এখনও খুঁজে পায়নি বাংলাদেশ। ব্যাকআপ ওপেনার হিসেবে তানজিদ তামিমকে ভাবা হলেও সিনিয়র তামিমকে দিয়েই ইনিংস শুরুর আশা বাংলাদেশের।
কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর নিজের চোট প্রসঙ্গে তামিম বলেছিলেন,‘সব মিলিয়ে অস্বস্তি আছে। আমাদের চিকিৎসক দল সিদ্ধান্ত নেবে যে আমাকে কীভাবে সামলাবে। আমাকে মেনে নিতে হবে যে এটা পুরোপুরি সেরে যাবে না। খুবই স্বাভাবিক যে এত দিন পর চোট থেকে খেলায় ফিরলে আমি শতভাগ ফিট থাকব না।’
তামিমের পিঠের চোট বেশ পুরনো। সম্প্রতি ইংল্যান্ড থেকে অস্ত্রোপচার করিয়ে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফিরেছিলেন তামিম। তবে দুটি ম্যাচ খেলার পরেই ফের অস্বস্তি। তাই তৃতীয় ওয়ানডেতে না খেলার সিদ্ধান্ত এই ড্যাশিং ওপেনারের। গুঞ্জন রয়েছে, তামিমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এমন শঙ্কার পরও তামিম কি বিশ্বকাপ দলে থাকবেন? এই প্রশ্নের উত্তর মিলবে আগামীকাল মঙ্গলবার।