সিরিজ সেরা হয়েও মন খারাপ তাইজুলের
সুযোগ ছিল প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে ঘরের মাঠে সাদা পোশাকে হোয়াইটওয়াশের। তবে, তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। প্রথম টেস্টে দাপুটে জয় পেলেও দ্বিতীয় টেস্টে খেই হারিয়েছে স্বাগতিকরা। সিরিজ জিততে না পারলেও দুই টেস্টেই আলো কেড়েছেন স্পিনার তাইজুল ইসলাম।
সিলেট টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ১০ উইকেট। জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। ঢাকা টেস্টে নিলেন আরও পাঁচটি। এতে সিরিজ সেরা হওয়ার পুরষ্কার উঠেছে তাইজুলের হাতে। তবে, সিরিজ সেরা হলেও তাইজুলের কণ্ঠে সিরিজ জিততে না পারার আক্ষেপ।
পুরস্কার বিতরণী মঞ্চে তাইজুল বলেন, ‘আমার নিজের পারফরম্যান্স নিয়ে খুশি তবে সিরিজ জিততে পারলে দারুণ হতো। আমার মনে হয় আমরা শতভাগ দিয়েছি। যদি দ্বিতীয় ইনিংসে আরেকটু ভালো বল করতে পারতাম, তবে ফলটা আমাদের পক্ষে আসতে পারত।’
বাঁহাতি এই স্পিনার দুই টেস্টে নিয়েছেন ১৫ উইকেট। ব্যাট হাতেও আছে ২৮ রান। অন্যদিকে, নিউজিল্যান্ডের হয়ে দুই ইনিংসেই ব্যাট হাতে অবদান রাখা গ্লেন ফিলিপস জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৮৭ ও দ্বিতীয় ইনিংসে ৪০ রান করেন ডানহাতি এই ব্যাটার।