বাবরের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন শাদাব
বিশ্বকাপে ব্যর্থতার পর একাধিক রদবদল আসে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। কোচ, নির্বাচক, অধিনায়ক—সবখানেই এলো নতুনত্বের ছোঁয়া। তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। আশা নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া পাকিস্তান বাদ পড়ে গ্রুপ পর্ব থেকে। সেই ব্যর্থতার দায় নিয়ে গত ১৫ নভেম্বর পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের কাছে নিজের অধিনায়কত্ব ছাড়ার নোটিশ জমা দেন বাবর।
বিশ্বকাপে পাকিস্তানের সহ-অধিনায়ক ছিলেন শাদাব খান। এবার বাবরের অধিনায়কত্ব প্রসঙ্গে কথা বলেন এই অলরাউন্ডার। ক্রিকেটভিত্তিক পাকিস্তানি সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল শনিবার (৯ ডিসেম্বর) শাদাব জানান, বাবরের নেতৃত্ব তিনি উপভোগ করতেন। তবে, অধিনায়কত্ব ছাড়া তার একান্ত ব্যক্তিগত ব্যাপার।
শাদাব বলেন, ‘দেখুন, সবারই নিজস্ব সিদ্ধান্ত থাকে। বাবরও নিজের ইচ্ছায় দায়িত্ব থেকে সরেছে। তাকে আমরা শুভকামনা জানিয়েছি। তার নেতৃত্বে আমরা অনেক দারুণ সময় কাটিয়েছি মাঠ ও মাঠের বাইরে। আমি বেশ উপভোগ করেছি বাবরের নেতৃত্ব।’
বাবর এখন কোনো ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক নেই। টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয়েছে পেসার শাহীন আফ্রিদিকে। আফ্রিদি প্রসঙ্গে শাদাব বলেন, ‘বাবরের অধ্যায় শেষ। এখন শাহীনকে নেতা করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট লিগে (পিএসএল) আমরা তার নেতৃত্ব দেখেছি। জাতীয় দলে সে কেমন করে, তা দেখতে সবাই মুখিয়ে আছে। শাহীনের অসাধারণ নেতৃত্বের সাক্ষী হতে আমরাও ভীষণ উৎসাহী।’