টি-টোয়েন্টি সিরিজ থেকে উইলিয়ামসনের নাম প্রত্যাহার
বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে নেই কেন উইলিয়ামসন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছিল তাকে। এর মাধ্যমে দীর্ঘ ৯ মাস পর ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে তার মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু, এক বিবৃতির মাধ্যমে আজ শুক্রবার (২২ ডিসেম্বর) নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না উইলিয়ামসন।
বাংলাদেশ সিরিজের পর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে কিইউদের। রয়েছে লম্বা ক্রিকেট সূচি। যে কারণে, উইলিয়ামসনকে ফের বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। কারণ, এখনও পায়ের চোট কিছুটা রয়ে গেছে তার।
উইলিয়ামসন ছাড়াও টি-টোয়েন্টি সিরিজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে কাইল জেমিসনকে। চোটের কারণে চলমান ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের দলেও নেই জেমিসন। উইলিয়ামসন ও জেমিসনের জায়গায় দলে ডাক পেয়েছেন রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফি।
চলতি বছরের ৩১ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ছক্কা আটকাতে গিয়ে চোটে পড়েন উইলিয়ামসন। সীমানায় দাঁড়ানো উইলিয়ামসন লাফিয়ে বল ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডান হাঁটুতে চোট ধরা পড়ে। লিগামেন্টের অস্ত্রোপচার করতে হয় তাকে। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। এমনকি, অনিশ্চয়তা তৈরি হয়েছিল তার বিশ্বকাপ খেলা নিয়েও।
ওয়ানডে সিরিজ শেষে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।