টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সহকারী কোচ পোলার্ড
আগামী বছর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। আসরের বেশিরভাগ ম্যাচই হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। সেটি মাথায় রেখে কিয়েরন পোলার্ডকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকাকে নিয়োগের বিষয়টি আজ রোববার (২৪ ডিসেম্বর) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে ইসিবি।
এর আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়ায়। অসি কন্ডিশনের সঙ্গে ক্রিকেটাররা যেন মানিয়ে নিতে পারে, সেজন্য সেবার সাবেক অসি তারকা মাইক হাসিকে কোচিং প্যানেলে যুক্ত করে ইংল্যান্ড। সেই আসরে চ্যাম্পিয়নও হয় থ্রি লায়ন্সরা। এবারও, ক্যারিবিয়ান অঞ্চলের মাঠ, পরিবেশ সম্পর্কে ধারণা দলকে ধারণা দিতেই পোলার্ডকে নিয়োগ দিয়েছে ইসিবি।
টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম হার্ডহিটার ব্যাটার হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ১০১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন পোলার্ড। ছিলেন এই সংস্করণে ২০১২ সালে উইন্ডিজদের বিশ্বকাপজয়ী দলের সদস্য। এ ছাড়া প্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিশ্বব্যাপী বিভিন্ন দলের হয়ে ৬০০-র বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
খেলা ছাড়ার পর কোচিংয়ের সঙ্গে যুক্ত হয়েছেন পোলার্ড। বর্তমানে তিনি আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন। যে কারণে ইংল্যান্ডের সঙ্গে তার চুক্তি কেবল বিশ্বকাপের জন্য।