ইতিহাস গড়ার আশায় শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ
প্রথম টি-টোয়েন্টির আগে পরিস্থিতি ছিল ভিন্ন। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে টি-টোয়েন্টিতে কোনো জয় ছিল না বাংলাদেশের। নেপিয়ারের ম্যাকলিন পার্কে গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) সেই অধরা জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল শুক্রবার (২৯ ডিসেম্বর)। লক্ষ্য এবার সিরিজ জয়। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ম্যাচটি শুরু হবে কাল বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে।
প্রথম ম্যাচ জিতে বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে। এর আগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও জয় পান শান্ত-মুস্তাফিজরা। ফরম্যাট ভিন্ন হলেও রঙিন পোশাকে কিউইদের বিপক্ষে টানা দুই জয় চাট্টিখানি কথা নয়। তা-ও আবার তাদের মাটিতে। গতকাল ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘আমরা যেভাবে খেলেছি, তাতে গর্বিত। সবাই এখানে দ্রুত শিখেছে। ক্রিকেটের সৌন্দর্য এটিই (রানের জবাবে চাপ)। তবে, তাদের আটকে দেওয়ার পর থেকেই আত্মবিশ্বাসী ছিলাম আমরা। খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ। আশা করি, সামনের টি-টোয়েন্টিতেও ভালো খেলতে পারব আমরা। সেদিকেই এখন মনযোগ দেব।’
নেপিয়ার থেকে মাউন্ট মঙ্গানুইয়ে আজ পৌঁছেছে বাংলাদেশ দল। সে কারণে অনুশীলনের সুযোগ নেই। বিশ্রাম দেওয়া হয়েছে দলকে। জয়ের ধারাবাহিকতায় থাকা বাংলাদেশের জন্য তাতে সমস্যা হওয়ার কথা নয়। বরং, একদিনের বিশ্রাম দলকে সাহায্য করবে মানসিকভাবে নিজেদের চাঙা করতে।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় এসেছে দলগত পারফরম্যান্সের সম্মিলনে। তারুণ্যনির্ভর এক দল রীতিমতো ধরাশায়ী করেছে কিউইদের। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— তিন বিভাগেই অনবদ্য খেলে জয় তুলে নিয়েছে সফরকারীরা। পেয়েছে ক্ষুদ্র সংস্করণে কিউইদের মাঠে ৯ ম্যাচ পর প্রথম জয়ের দেখা।
বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘ছেলেদের আজ বিশ্রাম দেওয়া হয়েছে। পরের ম্যাচ জেতার জন্য ওরা মানসিকভাবে প্রস্তুত আছে। নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দল। ওরা জ্বলে উঠলে কী করতে পারে, সেটি কারও অজানা নয়। তবে, আমাদের খেলোয়াড়রাও তরুণ উদ্যমী। তারা এটিকে চ্যালেঞ্জ হিসেবে না নিয়ে বরং উপভোগ করছে।’
ছন্দ ধরে রাখতে পারলে জয় পাওয়াটা অসম্ভব নয় বাংলাদেশের জন্য। বিশেষত, শান্তর ঠান্ডা মাথার অধিনায়কত্ব বাংলাদেশের বড় শক্তির জায়গা। নিউজিল্যান্ড চাইবে ম্যাচ জিতে সিরিজে ফিরতে। আর বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ। এতদিন যেখানে জয় পাওয়াই ছিল দুঃস্বপ্ন, সেই নিউজিল্যান্ডে সিরিজ জয় হাতছানি দিচ্ছে বাংলাদেশ দলকে।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।