সিরিজ নিশ্চিতের ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন
মাউন্ট মঙ্গানুই—এই নামটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সোনালী ফ্রেমে মোড়ানো এক নাম। ২০২২ সালের জানুয়ারিতে এই শহরের বেল ওয়াল ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডকে তাদের মাটিতেই প্রথমবারের মতো টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। ঠিক দুই বছর পর সেই চেনা মাঠেই টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের হাতছানি শান্তদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।
আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই ওপেনার লিটন দাস। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে কিউইরা।
মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের সিরিজ জয়ের পথে বাধা হতে পারে বৃষ্টি। বেরসিক বৃষ্টি বাগড়া না দিলে হতে পারে দারুণ একটি ম্যাচ। এমনিতে বে ওভালের উইকেটে হতে পারে রানউৎসব। এখন পর্যন্ত ১০ টি-টোয়েন্টিতে প্রায় সব ম্যাচেই কোনো না কোনো ইনিংসে রান দুইশর কাছাকাছি গেছে। সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে ২৪৩ রান করেছিল নিউজিল্যান্ড। এবার নিউজিল্যান্ড-বাংলাদেশের ব্যাটাররা কেমন করেন সেটিই দেখার।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামিম পাটোয়ারি, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শেখ মেহেদি, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
নিউজিল্যান্ড একাদশ : টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ শোধি, বেন সিয়ার্স।