অবশেষে মাদ্রিদেই আসছেন এমবাপ্পে?
চলতি মৌসুম শেষে ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে কিলিয়ান এমবাপ্পের। মৌসুম শেষে চুক্তি তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। সেই সুযোগ লুফে নেওয়ার অপেক্ষায় রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটিতে এমবাপ্পে যোগ দেবেন, এই আশাতে দিন গুণছেন মাদ্রিদ ভক্তরা। ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানালেন, এমবাপ্পের আসাটা খুবই নিকটে।
এ বিষয়ে গোল ডটকম আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয় চলতি মৌসুম শেষেই মাদ্রিদে যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন এমবাপ্পে। যেখানে কদিন আগেও মাদ্রিদে যাওয়ার ব্যাপারে তিনি বলেছিলেন, ‘আমি নিজের সিদ্ধান্ত নিতে পারব না। পিএসজির সঙ্গে আমার একটি চুক্তি আছে। গত গ্রীষ্মে ক্লাব প্রেসিডেন্টের (নাসের আল খেলাইফি) সঙ্গে আমার কথা হয়েছে। আমি নিজের পছন্দ জানাতে পারব না। যখন সিদ্ধান্ত জানানোর সময় হবে, আমি অবশ্যই বলব। তবে, সেটি কখন তা বলতে পারছি না।’
পিএসজি ইতোমধ্যে এমবাপ্পের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়নের ইচ্ছা প্রকাশ করেছে। পাশাপাশি বলে দিয়েছে সিদ্ধান্ত যেটিই হোক, চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের আগে জানাতে হবে ক্লাবটিকে। গোলের প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে ফরাসি এই তারকার। ইংলিশ ক্লাব লিভারপুল চেয়েছিল এমবাপ্পেকে দলে নিতে। তবে, এমবাপ্পে খোদ প্রাথমিক অবস্থাতেই মানা করে দিয়েছেন অলরেডদের।
কদিন আগে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বলেছিলেন, ‘আমার মনে হয় এমবাপ্পের মাদ্রিদে আসার সম্ভাবনাই বেশি। সবটাই অবশ্য নির্ভর করছে মাদ্রিদ কর্তৃপক্ষের ওপর। মাদ্রিদে ইতোমধ্যে বেলিংহাম আছে, যে তারকা ফুটবলার। উঠতি তারকা ভিনিসিয়ুস আছে। এমবাপ্পের মতো আরেকজন তারকা আসার ক্ষেত্রে আমার ব্যক্তিগত মত হচ্ছে, ৫০ শতাংশের বেশি সম্ভাবনা আছে।’
সবকিছুই ইঙ্গিত করছে মৌসুম শেষে এমবাপ্পের নতুন ঠিকানা হতে চলেছে মাদ্রিদ। ব্যাপারটা যখন মাদ্রিদ-এমবাপ্পে দলবদল, তখন অবশ্য নিশ্চিত করে বলা কঠিন। গত প্রায় ছয় মৌসুম ধরেই তো বছরে দুবার (শীতকালীন ও গ্রীষ্মকালীন দলবদলে সময় রটা গুঞ্জনে) মাদ্রিদে আসেন এমবাপ্পে।