অপ্রতিরোধ্য রিয়াল, এমবাপ্পের জোড়া গোলে টানা ষষ্ঠ জয়

লা লিগায় একক আধিপত্য নিয়ে এগিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ। শাবি আলোনসোর অধীনে স্প্যানিশ জায়ান্টরা অপ্ররোধ্য হয়ে উঠেছে। নতুন মৌসুমে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে রিয়াল। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লেভান্তেকে হারিয়ে টানা ষষ্ঠ জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ।
গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে লেভান্তের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে ৪-১ গোলের জয় পেয়েছে শাবি আলোনসোর দল। এমবাপ্পের জোড়া গোলের পাশাপাশি গোলের দেখা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে চড়াও হয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে রিয়াল। ২৮তম মিনিটে অসাধারণ এক গোল করেন ভিনিসিয়াস। প্রতিপক্ষের বক্সের ভেতর ফেদে ভালভার্দের পাস থেকে বল পেয়ে দুই ফুটবলারের মাঝে দিয়ে আচমকা এক শটে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান তারকা।
এরপর ৩৮তম মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে গোল করেন ১৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা মাস্তানতুয়োনো। লা লিগায় এটি তার প্রথম গোল। বিরতির আগে আরও একটি সুযোগ নষ্ট করেন ভিনিসিয়াস।
দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে রিয়াল ডিফেন্ডার ডিন হুইসেনের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় লেভান্তে। তবে ৬৪তম মিনিটে এমবাপে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আবার বাড়ান। এর দুই মিনটি পরই আর্দা গুলারের পাস থেকে বল পেয়ে আরেকটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেনে এই ফরাসি তারকা।
এই মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচের সবগুলোই জিতে অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ। লা লিগায় মৌসুমের প্রথম ৬টি ম্যাচের সবকটিতেই জিতল রিয়াল। এর আগে পাঁচবার টানা ৬ ম্যাচে জয় পেয়েছে ১৯৫৮–৫৯, ১৯৬১–৬২, ১৯৬৮–৬৯, ১৯৮৭–৮৮ ও ২০২২–২৩ মৌসুমে।
এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল। দ্বিতীয়স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে তারা। এক ম্যাচ কম খেলে বার্সার পয়েন্ট ১৩।