প্লে-অফের টিকিট পেতে বাড়তি খরচেও রাজি ভক্তরা
মাথার ওপর গনগনে সূর্য, বাতাসে বসন্তের হিমেল ছোঁয়া। মিরপুরের সবুজ পিচে লড়াইয়ের উত্তাপ। সবকিছু ছুঁয়ে গেছে বাংলার ক্রিকেটপ্রেমীদের। শুরু হয়েছে বিপিএলের প্লে-অফ পর্ব। প্রথম এলিমিনেটরে আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সন্ধ্যায় হাইভোল্টেজ প্রথম কোয়ালিফায়ারে লড়াইয়ে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সাকিব আল হাসানের রংপুর রাইডার্স।
দুটি ম্যাচেরই ভেন্যু হোম অব ক্রিকেট-খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। একদিকে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজদের নিয়ে গড়া বরিশালের ম্যাচ। অন্যদিকে সাকিবের রংপুর আর বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার ম্যাচ। দেশের ক্রিকেট সমর্থকদের জন্য মিরপুর যেন আজ এক উৎসবের তীর্থস্থানে পরিণত হয়েছে।
ম্যাচ শুরুর আগে থেকেই টিকিটের জন্য দীর্ঘ লাইন। কেউ টিকিট না পেয়ে বাধ্য হয়ে কালোবাজারির আশ্রয়ও নিয়েছেন। স্টেডিয়ামের বাইরে কয়েকজন দর্শক এনটিভি অনলাইনকে জানিয়েছেন, তারা ৩০০ টাকার টিকিট ১৫০০ টাকায় কিনেছেন। চার-পাঁচগুণ বেশি দামে আরও অনেকেই টিকিট কিনছেন।
এলিমিনেটরে হারলেই বাদ, জিতলে আরও একটি ম্যাচ খেলতে হবে। কোয়ালিয়ারে আবার জিতলেই ফাইনাল। হারলেও সুযোগ আছে। এলিমিনেটরের বিজয়ী দলের সঙ্গে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। যেটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।