ভারতকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
যে কোনো মঞ্চেই ভারত বনাম বাংলাদেশ ম্যাচ মানেই অন্যরকম রোমাঞ্চ। মেয়েদের লড়াইয়েও তা-ই। এই যেমন কদিন আগেও ঢাকায় সাফ অনূর্ধ্ব–১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ-ভারতের ম্যাচ নিয়ে বাধে তুলকালাম। এই লড়াইয়ের মাস না যেতেই আরেকটি বাংলাদেশ-ভারত লড়াই। সেটি হলো সাফ অনূর্ধ্ব-১৬ উইমেন’স চ্যাম্পিয়নশিপে। নেপালের কাঠমুণ্ডুতে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ উইমেন’স চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।
রাউন্ড রবিন লিগের ম্যাচে আজ মঙ্গলবার (৫ মার্চ) ভারতকে ৩-১ গোলে হারিয়েছে সাইফুল বারী টিটুর দল। নেপালের বিপক্ষে জয় দিয়ে শুরু করে এই নিয়ে টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলার মেয়েরা।
অন্যদিকে, ভুটানকে ৭-০ গোলে উড়িয়ে প্রতিযোগিতায় দাপুটে শুরু পাওয়া ভারত প্রথম হার দেখল বাংলাদেশের কাছে। দুই ম্যাচে তিন পয়েন্ট তাদের। ভুটানকে ৩-০ গোলে হারানো নেপালেরও দুই ম্যাচে পয়েন্ট তিন। এক ফাইনালিস্ট বাংলাদেশকে পেয়ে গেছে সাফ। ভুটানের বিদায় দুই হারে নিশ্চিত। তাই নেপাল বনাম ভারতের পরের ম্যাচটি থেকে নির্ধারণ হবে দ্বিতীয় ফাইনালিস্ট।
কাঠমুণ্ডুর আনফা কমপ্লেক্সে আজ ম্যাচের নবম মিনিটেই লিড পেয়ে যায় বাংলাদেশ। ভারতের ডি-বক্সের বাইরে থেকে আলপি আক্তারের ফ্রি কিক রক্ষণে বাধা পেয়ে তার কাছেই ছুটে আসে। সুযোগ হাত ছাড়া না করে ফিরতি শটে ঠিকানা খুঁজে নেন আলপি।
বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে সমতায় ফেরে ভারত। আনুশকা শর্মার সরাসরি শট থেকে স্কোরলাইন ১-১ করে দলটি। তবে বাঁচাতে পারেননি দলকে। আরও দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় বাংলাদেশ। একটি করেন সুরভী আকন্দ প্রীতি, অন্যটি অর্পিতা বিশ্বাস। তাতে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের দল।