চাইনিজ তাইপের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ও অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লেখিয়ে ইতিহাস গড়েছে। এরপর সুযোগটা ছিল অনূর্ধ্ব-১৭ নারী দলের সামনে। ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে গিয়েও এবার সফল হলো না তারা। অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে বাছাইয়ের শেষ ম্যাচে দরকার ছিল জয়। এমন ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে ৫-০ গোলের বড় পরাজয়ে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের।
সবার আশা ছিল বড়দের পথ অনুসরণ করে অনূর্ধ্ব-১৭ দলও সাফল্যের ধারা ধরে রাখবে। কিন্তু গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) রাতে জর্ডানের আকাবায় চায়নিজ তাইপের সামনে দাঁড়াতেই পারেনি সাইফুল বারী টিটুর শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই চায়নিজ তাইপে দাপট দেখাতে থাকে। নবম মিনিটেই পেনাল্টি থেকে উ ক্যাই-শুয়ানের গোলে এগিয়ে যায় তাইপে। এরপর ৩৪ মিনিটে ফ্রি-কিক থেকে উড়ে আসা বল জালে জড়ান মিডফিল্ডার চুং ইউন চিয়েন। ২-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। উল্টো ৬৬ মিনিটে তৃতীয় গোল হজম করে তারা। শেষদিকে বাংলাদেশের খেলায় দেখা যায় ক্লান্তি ও আত্মবিশ্বাসের ঘাটতি। অন্যদিকে ভুল পাস, বল হারানো এবং রক্ষণভাগের দুর্বলতায় চায়নিজ তাইপে একতরফা দাপট দেখায়। যোগ করা সময়ে আরও দুটি গোল হজম করে বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় হার নিয়েই মাঠ ছেড়েছে সৌরভী-পূর্ণিমারা।
বাছাইপর্বের প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচেও শুরুতে এগিয়ে গিয়েও ম্যাচের একদম শেষ সময়ে ৮৯ মিনিটে গোল হজম করে পয়েন্ট হারায় বাংলাদেশ। এরপর চাইনিজ তাইপের বিপক্ষে এই বড় হারে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী দলকে এই যাত্রায় হতাশা হয়েই ফিরতে হচ্ছে।
দুই ম্যাচে একটি করে ড্র ও হারে বাংলাদেশের পয়েন্ট ১। অন্যদিকে দুই ম্যাচের দুটিতেই জয়ে পেয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে মূল পর্বের টিকিট পেয়েছে চাইনিজ তাইপের মেয়েরা।