শেষ মুহূর্তে জয় হাতছাড়া বাংলাদেশের

অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই পর্বে জয় থেকে এক মিনিট দূরে ছিল বাংলাদেশ। কিন্তু ৮৯ মিনিটে গোল হজম করে জয় হাতছাড়া করে ফেলেছে দলটি। গতকাল সোমবার (১৩ অক্টোবর) স্বাগতিক জর্ডানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশের মেয়েরা।
তবে এই ড্রয়ের পরও টুর্নামেন্টের পরের পর্বে যাওয়ার সুযোগ টিকে আছে বাংলাদেশের সামনে। গ্রুপ ‘এইচ’-এ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী শুক্রবার (১৭ অক্টোবর) একই মাঠে শক্তিশালী চাইনিজ তাইপের মুখোমুখি হবে তারা।
সোমবার (১৩ অক্টোবর) জর্ডানের আকাবা স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই বাংলাদেশকে এগিয়ে দেন সৌরভী আকন্দ প্রীতি। মামনি চাকমার নেওয়া ফ্রি কিক প্রতিপক্ষের ডিফেন্ডারে লেগে বাতাসে উঠে গেলে, সেটি হেডে জালে পাঠান প্রীতি।
ম্যাচের প্রথমার্ধে এবং বিরতির পরও বেশ কিছু সময় পর্যন্ত মাঠে ভালো খেলেছে বাংলাদেশ। বলের দখল ও পাসিংয়ে এগিয়ে ছিল প্রীতি-মামনিরা । তবে আরও গোলের সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেনি দলটি।
৭০ মিনিটে আরেকটি ফ্রি কিক পায় বাংলাদেশ, কিন্তু মামুনির শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। এরপর শেষ মুহূর্তে ৮৯ মিনিটে গোল খেয়ে বসে বাংলাদেশ। সতীর্থের থ্রু পাস থেকে বাংলাদেশের গোলকিপারকে কাটিয়ে জালে বল পাঠান জর্ডানের মারিয়া জারার।
এরপরই রেফারির শেষ বাঁশিতে ম্যাচ শেষ হয় ১-১ গোলে। জয় হাতছাড়া হওয়ায় আফসোস করলেও বাংলাদেশ দলের চোখ এখন পরবর্তী ম্যাচে।
এশিয়ান কাপ মূল পর্বে অংশ নিবে ১২ টি দল। বাছাইপর্ব থেকে ৮ গ্রুপসেরা দল জায়গা পবে মূল পর্বে। ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে জর্ডান ও চায়নিজ তাইপে। গ্রুপে শীর্ষে থাকলেই কেবল মূল পর্বে খেলতে পারবে বাংলাদেশ।
আগামী বছর এপ্রিলে অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের আসর বসবে চীনে। আয়োজক হওয়ায় চীন আগে থেকেই জায়গা পেয়ে গেছে। এছাড়া গতবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ জাপান ও তৃতীয় দক্ষিণ কোরিয়াও সরাসরি অংশ নিবে টুর্নামেন্টটিতে।