কোহলিদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল পাঞ্জাব
বেশ রয়ে সয়ে শুরুটা করেছিল পাঞ্জাব কিংস। হাতে উইকেট থাকলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বোলারদের থেকে সতর্ক ছিল দলটি। তবে, শেষটাতে স্কোরবোর্ডে ওঠে ঝড়। আর তাতেই কোহলিদের সামনে গড়ে ওঠে চ্যালেঞ্জিং লক্ষ্য। ম্যাচ জিততে ১৭৭ রানের টার্গেট দেয় পাঞ্জাব।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ সোমবার (২৫ মার্চ) টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠান আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিস। সেখানে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে পাঞ্জাব করে ১৭৬ রান। এই রান করতে ভালো খেলেনি শেখর ধাওয়ানের দলের ওপেনিং জুটি। দলীয় ১৭ রানে ব্যক্তিগত আট রান করে আউট হন জনি বেয়ারস্টো। মোহাম্মদ সিরাজের বলে ক্যাচ নেন বিরাট কোহলি। অধিনায়ক ধাওয়ানের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৪৫ রান। পার্ট টাইম বোলার গ্লেন ম্যাক্সওয়েলের স্পিনে কাত হন ধাওয়ান। তার ক্যাচও লুফে নেন কোহলি। এরপর রানের চাকা ধীর হয়।
পরবর্তীতে স্যাম কারান, জিতেশ শর্মার মাঝারি ইনিংস কিছুটা বাড়ায় রানের গতি। কারান ১৭ বলে ২৩ এবং জিতেশ খেলেন ২০ বলে ২৭ রানের ইনিংস। পাঞ্জাবের রান ১৭৬ পর্যন্ত নিতে সাহায্য করেন শশাঙ্ক সিং। আট বলে অপরাজিত ২১ রানের ক্যামিওতে দলকে এনে দেন লড়াইয়ের পুঁজি।
বেঙ্গালুরুর পক্ষে সিরাজ ও ম্যাক্সওয়েল দুটি করে উইকেট পান।