এবার আইপিএলেও খেলা হচ্ছে না নিষিদ্ধ হাসারাঙ্গার
সময়টা খুব একটা ভালো কাটছে না শ্রীলঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গার। কদিন আগেই আইসিসি থেকে পেয়েছিলেন নিষেধাজ্ঞা। আর এবার চোটে কারণে ছিটকে গেলেন আইপিএল থেকেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার এমন চোট দুশ্চিন্তা বাড়িয়েছে লঙ্কান টিম ম্যানেজমেন্টের।
প্রথমে শোনা গিয়েছিল আইপিএলের প্রথম পর্বে খেলতে পারবেন না তিনি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ়ে অবসর ভেঙে ফেরার পরে তাকে আইসিসি নির্বাসিত করে দেওয়ায় আইপিএলে খেলার সম্ভাবনা আরও বাড়ে। আইপিএল থেকে তার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।
শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি’সিলভা এক সংবাদপত্রে বলেছেন, “চিকিৎসকের সঙ্গে দেখা করার পর ওকে আরও রিহ্যাব করার পরামর্শ দেওয়া হয়েছে। তাই হাসারাঙ্গা আইপিএলে খেলতে পারবে না। ওর গোড়ালি এখনও ফুলে রয়েছে। ইঞ্জেকশন নিয়ে খেলেছে। তাই বিশ্বকাপের আগেই সমস্যা মেটাতে চাইছে ও। এ বছর আইপিএলে না খেলার সিদ্ধান্ত আমাদের জানিয়ে দিয়েছে।”
অবশ্য নিলামে প্রত্যাশার চেয়ে কম ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ দলে ভিড়িয়েছিল হাসারাঙ্গাকে। ২০২২ সালের নিলাম থেকে হাসারাঙ্গাকে পৌনে ১১ কোটি রুপিতে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওই বছর ১৬ ম্যাচ খেলে ওভারপ্রতি সাড়ে সাতের একটু বেশি রান দিয়ে ২৬ উইকেট নেন তিনি। একবার করে পান পাঁচটি ও চারটি করে উইকেট।

স্পোর্টস ডেস্ক