চাহালের দুর্দান্ত বোলিংয়ে অল্পতে থামল মুম্বাই
মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়াম। ঘরভর্তি দর্শকের সামনে ব্যাট হাতে ব্যর্থ দলটি। আইপিএলে দিনের একমাত্র ম্যাচে আজ সোমবার (১ এপ্রিল) রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে মুম্বাই। রাজস্থানের নিয়ন্ত্রিত বোলিংয়ে অল্পতে থামতে হয়েছে রোহিত-পান্ডিয়াদের। ম্যাচ জিততে রাজস্থানের সামনে মুম্বাই দিয়েছে ১২৬ রানের সাদামাটা লক্ষ্য।
ওয়াংখেড়েতে টস জিতে ফিল্ডিং বেছে নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলাররা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে থামে মুম্বাই।
ব্যাট হাতে প্রথম ওভারেই দুই উইকেট হারায় মুম্বাই। ট্রেন্ট বোল্টের মুখোমুখি হওয়া প্রথম বলে সঞ্জুর হাতে ক্যাচ দেন রোহিত শর্মা। ফেরেন শূন্য হাতে। ওভারের শেষ বলে ইমপ্যাক্ট প্লেয়ার নামান ধীরকে লেগ বিফোর করেন বোল্ট। অপর ওপেনার ইশান কিশান ১৪ বলে ১৬ রান করে নান্দ্রে বার্গারের শিকার হন।
মুম্বাইয়ের ইনিংসে মাত্র চারজন ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করেন। ব্যাট হাতে এদিন রানের দেখা পান অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তার করা ২১ বলে ৩৪ দলের পক্ষে সর্বোচ্চ। উযবেন্দ্র চাহালের স্পিনে আউট হন তিনি। ২৯ বলে ৩২ করা তিলক ভার্মাকেও ফেরান চাহাল। শেষ পর্যন্ত ১২৫ রানের মামুলি সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে মুম্বাই।
রাজস্থানের পক্ষে চার ওভারে মাত্র ১১ রান দিয়ে তিন উইকেট শিকার করেন চাহাল। এ ম্যাচে দলটি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন তিনি। এ ছাড়া ২২ রানে তিন উইকেট নেন বোল্ট।