ধোনির আইপিএল খেলা নিয়ে যা জানালেন চেন্নাইয়ের সিইও
গত কয়েক বছর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতি মৌসুমের আগেই মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে জল্পনা-কল্পনা শুরুর হয়। কিন্তু বয়স বাড়লেও তিনি থামছেন না এখনই। আইপিএলের এবারের আসরেও দেখা যাবে তাকে। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) প্রধাণ নির্বাহী কাশি বিশ্বনাথান নিশ্চিত করেছেন, ২০২৬ আইপিএল মৌসুমেও খেলছেন ধোনি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ তাদের একটি প্রতিবেদনে এমনটিই তুলে ধরেছে।
২০০৮ সালে আইপিএল শুরুর পর থেকেই চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। মাঝে শুধু দুই মৌসুম দলটি নিষিদ্ধ ছিল। আগামী মৌসুমে খেললে এটি সিএসকের হয়ে ১৭তম মৌসুমে খেলা হবে তার এবং আইপিএলে ১৯তম।
আরও পড়ুন : ধোনির যেসব অজানা তথ্য
চেন্নাইয়ের সিইও বিশ্বনাথন বলেন, ‘ধোনি আমাদের জানিয়েছেন, আগামী মৌসুমেও তাকে পাওয়া যাবে।’
গত মৌসুমে চেন্নাই খুব একটা ভালো করতে পারেনি, শেষ করেছে নিচের দিকের অবস্থানে। নিয়মিত অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াডের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন ধোনি। এবার হয়তো তিনি চাইছেন নিজের ক্যারিয়ারটা সফলভাবে শেষ করতে।
৪৪ বছর বয়সী এই ক্রিকেটার এতদিনে চেন্নাইয়ের হয়ে খেলেছেন ২৪৮ ম্যাচ, করেছেন ৪ হাজার ৮৬৫ রান। দলকে এনে দিয়েছেন পাঁচটি শিরোপা—২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে।
আরও পড়ুন : অবসর নিয়ে ধোনির নতুন বার্তা
ধোনি আগামী মৌসুমে চেন্নাইয়ের পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত আছেন। ১৫ নভেম্বর খেলোয়াড় ধরে রাখার (রিটেনশন) শেষ সময়সীমার আগে তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এই তালিকায় আছেন সিইও কাশি বিশ্বনাথন, অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াড় এবং কোচ স্টিফেন ফ্লেমিং।
ধারণা করা হচ্ছে, আগামী ১০ ও ১১ নভেম্বর তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সেখানে স্যামসনকে নিয়ে সম্ভাব্য ট্রেডের বিষয়েও ধারণা পাবেন তারা।

স্পোর্টস ডেস্ক