১৬০০ মিটার দৌড়ে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি শুরু শান্তদের
দেশের ক্রিকেটের একসময়ের তীর্থস্থান বঙ্গবন্ধু স্টেডিয়ামে সবশেষ ক্রিকেট ম্যাচ হয়েছিল ২০০৫ সালে। এরপর থেকে পাকাপাকিভাবে দেশের ক্রিকেটের ঠিকানা মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। তাই স্বাভাবিকভাবেই শান্ত-মিরাজদের মতো বর্তমান প্রজণ্মের ক্রিকেটারদের কাছে এখানকার ঘাস-মাটি অচেনা। এবার সেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড়ালেন ক্রিকেটাররা।
আজ শনিবার (২০ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নতুন বসানো ৪০০ মিটারের অ্যাথলেটিকস ট্র্যাকে মোট চার চক্কর দৌড়ান ক্রিকেটাররা। এরপর ট্র্যাকেই হয় ৪০ মিটার স্প্রিন্টও। মূলত জিম্বাবুয়ে সিরিজের আগে ক্রিকেটারদের প্রস্তুতির অংশ হিসেবে এই আয়োজন করেছে বিসিবি। যেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের বিবেচনায় থাকা ৩৫ ক্রিকেটার।
এই ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসাইনমেন্টে দেখা যায়নি তামিম ইকবাল, সাকিব আল হাসান, তাসকিন আহমেদের মতো তারকারা। সাকিব দেশের বাইরে আছেন। তাসকিন ডিপিএলে টানা ম্যাচ খেলায় বাড়তি ঝুঁকি নেননি। তাছাড়া চোটের কারণে ছিলেন না সৌম্য সরকার।
ক্রিকেটারদের স্প্রিন্ট দেখে কার ফিটনেসের কী অবস্থা বুঝতে চেয়েছেন বাংলাদেশ দলের নতুন ট্রেইনার ন্যাথান কিলি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রস্তুতির প্রথম পর্ব সেরে মিরপুর শেরেবাংলায় ফিরে গেছেন ক্রিকেটাররা। সেখানে হবে প্রস্তুতির বাকি অংশ।