যে একাদশ নিয়ে আফগান লড়াইয়ে নামল বাংলাদেশ
লম্বা সময় পর প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ফিরেছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে একদিনের ক্রিকেটে আজ বুধবার প্রথম ম্যাচে (৬ নভেম্বর) মাঠে নেমেছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।
টেস্টের হতাশা ও দেশের ক্রিকেটের চলমান অবস্থা থেকে উত্তরণের উপায়, একটি জয়। যে জয়ে বাড়বে আত্মবিশ্বাস। আফগানদের বিপক্ষে সেই জয়ের লক্ষ্যে বাংলাদেশ ভরসা রেখেছে পুরোনো তারকাদের ওপরই। তিন পেসার নিয়ে আফগান ব্যাটারদের মোকাবিলায় নেমেছে ফিল সিমন্সের শিষ্যরা।
আগে ব্যাট করা আফগানদের অল্পতে থামানোর মিশনে পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন রিশাদ হোসেন। তরুণ এই লেগ স্পিনারের ওপর দলের প্রত্যাশা অনেক।
অলরাউন্ডার হিসেবে বাংলাদেশ দলে মেহেদী হাসান মিরাজের দায়িত্ব বেড়েছে। আজও তার ওপর চোখ থাকবে সবার। সঙ্গে মাহমুদউল্লাহ তো আছেনই। ব্যাটিংয়ে টপঅর্ডার ভোগাচ্ছে দীর্ঘদিন ধরে। বিশেষত ওপেনাররা। সেই হতাশা কাটানোর সুযোগ তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের সামনে।
বাংলাদেশ দলের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।