তারকা ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের
আর ২৮ দিনের অপেক্ষা। এরপরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। একে একে দল ঘোষণা করেছে ভারত-অস্ট্রেলিয়ার মতো হেবিওয়েট দলগুলো। সেই ধারাবাহিকতায় দশম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে আয়োজক যুক্তরাষ্ট্র।
গতকাল শুক্রবার (৩ মে) এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশ সিরিজের পাশাপাশি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যে দলে সবচেয়ে বড় চমক ৩৩ বছর বয়সী সাবেক কিউই ক্রিকেটার কোরি অ্যান্ডারসন। ২০১৮ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে খেলেন তিনি। কানাডার বিপক্ষে গত এপ্রিলে দুই ম্যাচে একটি হাফ সেঞ্চুরিও আছে তার। আসন্ন বিশ্বকাপের দলে তার অন্তর্ভুক্তি নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রের আত্মবিশ্বাস বাড়াবে।
বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দেশটি। আগামী ২১ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। এরপর ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে।
বাংলাদেশ সিরিজের পরই বিশ্বকাপের লড়াইয়ে নামবে যুক্তরাষ্ট্র। আগামী ১ জুন ডালাসে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের গ্রুপে আরও রয়েছে ভারত, পাকিস্তান ও আয়ারল্যান্ড।
যুক্তরাষ্ট্রের স্কোয়াড:
মোনাক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোনস, আন্দ্রিস গুজ, স্টিভেন টেলর, কোরি অ্যান্ডারসন, সৌরভ নেত্রাভালকার, জেসি সিং, হারপ্রীত সিং, নশটুশ কেনজিগে, শ্যাডলি ভ্যান স্কলওয়াক, নীতিশ কুমার, আন্দ্রিস গুজ, শায়ান জাহাঙ্গীর, আলী খান, নিসর্গ প্যাটেল, মিলিন্দ কুমার।
রিজার্ভ ক্রিকেটার- গাজানান্দ সিং, জুনোয় ড্রাইড্যাল এবং ইয়াসির মোহাম্মদ।