বৈচিত্র্য নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা শ্রীলঙ্কার
দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১ জুন থেকে শুরু হবে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের মহাযজ্ঞ। আসরকে সামনে রেখে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট দল। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার (৯ মে) একটি ভিডিওর মাধ্যমে ক্রিকেটারদের নাম জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
ওয়ানিন্দু হাসারাঙাকে অধিনায়ক এবং চারিথ আসালাঙ্কাকে সহ-অধিনায়ক করে ১৫টি সদস্যের স্কোয়াড প্রকাশ করেছে এসএলসি। ব্যাটিংয়ে লঙ্কানদের ভরসা কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা। অলরাউন্ডার হিসেবে সবচেয়ে বড় দুই নাম সাবেক দুই অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও দাসুন শানাকা।
লঙ্কান বোলিং বিভাগকে বেশ শক্তিশালী বলা চলে। মাথিশা পাথিরানা, দুনিথ ভেল্লালাগে, ধনঞ্জয়া ডি সিলভা, দিলশান মাদুশাঙ্কাদের নিয়ে পেস ও স্পিনের দারুণ সমন্বয় ঘটিয়েছে দলটি। মূল স্কোয়াডের ১৫ জনের সঙ্গে রিজার্ভ হিসেবে বিশ্বকাপের বিমানে উঠবেন আরও চারজন।
এসএলসি তাদের বিশ্বকাপ স্কোয়াডে এনেছে ভিন্নতা। ভিডিওতে দেখা যায়, পথে-প্রান্তরে বিভিন্ন তরুণ সমর্থক, মাঠে অনুশীলনরত বিভিন্ন খেলার খেলোয়াড়রা একে এক ক্রিকেটারদের নাম প্রকাশ করে। কয়েকজন ক্রিকেটারের নাম প্রকাশের সময় মাঠে তাদের সেলিব্রেশন ও স্টাইলের অনুকরণ করে দেখানো হয়।
বিশ্বকাপে শ্রীলঙ্কা স্কোয়াড
ওয়ানিন্দু হাসারাঙা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকসানা, দুনিথ ভেল্লালাগে, দুশমন্থ সামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, দিলশান মাদুশাঙ্কা।
রিজার্ভ
আসিথা ফার্নান্দো, ভিজয়াকান্ত, ভানুকা রাজাপাকসে, জানিথ লিয়ানাগে