অনিশ্চয়তায় থাকা তাসকিন কেন সহ-অধিনায়ক? ব্যাখা দিল বিসিবি
বিশ্বকাপ দলে পেসার তাসকিন আহমেদ থাকবে কি না, এই নিয়ে গত দুদিনে কম আলোচনা হয়নি। হুট করে চোট পাওয়ায় তার বিশ্বকাপ যাত্রা ছিল একপ্রকার অনিশ্চিত। তবে, শেষমেশ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তাকে নিয়েই বিশ্বকাপ মিশনে যাচ্ছে বাংলাদেশ। শুধু পেসার নয় সহ-অধিনায়ক হয়ে দলের সঙ্গে যাচ্ছেন তিনি।
বিশ্বকাপ দলে থাকলেও শুরু থেকে তার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। এই তথ্য জানার পরও তাসকিনকে কেন সহ-অধিনায়ক করা হলো, সেই ব্যাখা দিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তাসকিনের বিষয়ে প্রধান নির্বাচকের ভাষ্য, ‘এটা পুরোপুরি একটা বৈশ্বিক টুর্নামেন্ট। ক্রিকেট বোর্ডই সিদ্ধান্ত নিয়েছে কে অধিনায়ক আর কে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। আপনি যদি দেখেন শান্ত ও তাসকিন কিন্তু দুটি আলাদা ডিপার্টমেন্টে নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি সে দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে। মূলত সেই বিবেচনা থেকেই তাকে সহ-অধিনায়ক করা হয়েছে।’
তাসকিনের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে লিপু জানান, ‘এটা হয়তো আরও ভালো বলতে পারবেন আমাদের চিকিৎসকরা। তবে আমরা যতটুকু তথ্য পেয়েছি, তা অনুযায়ী বলতে পারি বিশ্বকাপ চলার কোনো এক পর্যায়ে তিনি সুস্থ হয়ে যাবেন। আর আইসিসির এবারের নিয়ম অনুযায়ী একজন চোটাক্রান্ত ক্রিকেটারকে নেওয়া যাবে। তারপর প্রত্যাশানুযায়ী সুস্থ না হলে আমরা যেকোনো সময় তাকে বদলাতে পারব।’
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ জুনের ৮ তারিখ। শ্রীলঙ্কার বিপক্ষে হবে সেই ম্যাচ। দিনক্ষণের হিসেবে তাসকিনের হাতে সময় আছে ২৪ দিন। জানা গেছে, যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসকদের তত্বাবধায়নে থাকবেন তিনি। এরপর তিনি কতটুকু সুস্থ হন, তার ওপরই নির্ভর করছে কবে নাগাদ মাঠে নামতে পারবেন তিনি।