মায়ামির জয়ের ধারা ভাঙল অরল্যান্ডো
সময়টা দারুন কাটছিল যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির। কয়েকদিন আগেও যে দলটি ছিল হারের বৃত্তে আটকা তারাই শেষ পাঁচ ম্যাচে তুলে নেয় দাপুটে সব জয়। প্রায় প্রতি ম্যাচেই গোলের দেখা পাচ্ছিলেন মেসি-সুয়ারেজের মতো তারকারা। তবে, অরল্যান্ডো সিটির বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ ফ্লোরিডার ক্লাবটি।
গতকাল বুধবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অরল্যান্ডো সিটির মাঠে আতিথ্য নিয়েছিল ইন্টার মায়ামি। চোটের কারণে যে মাঠে নামা হচ্ছে না মেসির, তা আগেই জানা যায়। মেসিকে ছাড়া খেলতে নেমে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয় মায়ামিকে।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই দারুন সুযোগ পেয়েছিল মায়ামি। তবে সুয়ারেজের শট ঠেকিয়ে এ যাত্রায় দলকে রক্ষা করেন প্রতিপক্ষ গোলরক্ষক। এরপর ম্যাচের ৩২তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিক অরল্যান্ডো। তবে, মায়ামি গোলরক্ষক ক্যালেন্ডারের দারুণ সেভে হতাশ হতে হয় স্বাগতিকদের। ডানপ্রান্ত দিয়ে ওজেদার গড়ানো শট বাঁ হাত দিয়ে রুখে দেন এই গোলরক্ষক। এরপর বাকি সময়ে তেমন কোনো জোরালো আক্রমণ না করতে পারায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুদল।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বল দখলে এগিয়ে ছিল মায়ামি। তবে, কিছুতেই পাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। ছন্দে না থাকায় ম্যাচের ৬৪তম মিনিটে সুয়ারেজকে উঠিয়ে কাম্পানাকে নামান টাটা মার্টিনো। যদিও এই সিদ্ধান্তে নাখোশ দেখায় উরুগুইয়ান এই তারকাকে। ম্যাচের ৭৪তম মিনিটে কাম্পানা সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। শেষমেশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় মায়ামিকে। আগামী ১৯ মে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মায়ামি।