টেক্সাসে বোলিংয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ
টানা দুই ম্যাচের হতাশা কাটাতে ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ। টেক্সাসে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করলেও সেই ছন্দ রাখতে পারেনি যুক্তরাষ্ট্র।
মুস্তাফিজ-সাকিবদের দারুণ বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে বাংলাদেশ। ১৩ ওভার শেষে দলীয় রান ৭০ ছাড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। তার আগেই হারিয়েছে পাঁচটি উইকেট।
মুস্তাফিজের জোড়া উইকেটে লড়ছে বাংলাদেশ
দলের মূল চারজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে যুক্তরাষ্ট্র। বলা চলে ‘বি’ দল নিয়েই আজ শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হয়েছে স্বাগতিকরা।
টেক্সাসে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করে যক্তরাষ্ট্র। শুরু জুটিতেই যোগ করে ৪৬ রান। সাকিব আল হাসান ওই জুটি ভাঙার পর কিছুটা মন্থর হয় তাদের রানের গতি। এরপর মুস্তাফিজ এসে তুলে নিয়েছেন জোড়া উইকেট। তাতে লড়াইয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ১০ রানে দলীয় রান ৬০ ছাড়াতে পারেনি স্বাগতিকরা।
আবারও একাদশে লিটন, বাদ কারা জেনে নিন
প্রথম ম্যাচে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি লিটন দাস। দুইবার জীবন পেয়েও আউট হন বাজেভাবে। করেন ১৫ বলে মাত্র ১৪ রান। তাই দ্বিতীয় ম্যাচের একাদশে আর দেখা যায়নি এই ডানহাতি ব্যাটারকে। কিন্তু, এক ম্যাচে আবারও ফেরানো হয়েছে লিটনকে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে একাদশে সুযোগ মিলেছে এই ডানহাতি ব্যাটারের।
শুধু তাই নয়, সিরিজের শেষ টি-টোয়েন্টিতে একাদশে দুটি পরিবর্তন এনেছে দুজনকে সুযোগ দিতে নেই শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ
তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাওহিদ, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, লিটন দাস, রিশাদ হোসেন, তানজিদ তামিম, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
লজ্জা এড়ানোর পরীক্ষায় বোলিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপের আগের সময়টা এতটা বাজে কাটবে—সেটা দুঃস্বপ্নেও ভাবেনি বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে ৪-১ ব্যবধানের সিরিজ জিতে শান্তরা উঠেছিলেন বিশ্বকাপের বিমানে। কিন্তু মূল আসর শুরু আগে আনকোরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে এভাবে লজ্জায় ডুবতে হবে কে ভেবেছিল?
এটা আসলে ভাবনার বাইরেই ছিল। কিন্তু, সূদর মার্কিন মুল্লুকে হয়েছে ভাবনার বিপরীতই। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার তাদের লক্ষ্য বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার। এই হোয়াইটওয়াশের লজ্জা এড়াতেই আজ শনিবার (২৫ মে) যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
টেক্সাসের গ্র্যান্ড প্রায়ারে স্টেডিয়ামে ম্যাচটিতে টসে আজও টসে জিতেছে বাংলাদেশ। টস জিতে বোলিং বেছে নিয়েছেন অধিনায়ক শান্ত। টানা দুই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা। আজ জিতলেই প্রথমবার আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে হোয়াইটওয়াশের স্বাদ পাবে যুক্তরাষ্ট্র।