যেখানে বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজই প্রথম
দীর্ঘ সময় ধরে খেলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো বোলারই এতদিন ৬ উইকেটের স্বাদ পাননি। অবশেষে মার্কিন মুল্লুকে এই আক্ষেপ মেটালেন মুস্তাফিজুর রহমান। প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন কাটার মাস্টার।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে হিউস্টনে আজ বাংলাদেশের জয়ের নায়ক মুস্তাফিজ। নিজের কোটার চার ওভার বোলিং করে এক মেডিনে মাত্র ১০ রান দিয়ে মুস্তাফিজ আজ তুলে নিয়েছেন ৬ উইকেটে। যেটা বাংলাদেশিদের মধ্যে প্রথম তো বটেই মুস্তাফিজেরও ক্যারিয়ারসেরা বোলিং।
দেশের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এতদিন সেরা বোলিং ফিগারের রেকর্ড টা নিজের দখলে রেখেছিলেন ইলিয়াস সানি। ২০১২ দালে আইরিশদের বিপক্ষে ১৩ রানে ৫ উইকেট নিয়ে ওই রেকর্ড গড়েছিলেন তিনি। এবার সেটা ভাঙলেন মুস্তাফিজ। শুধু তাই নয়, মুস্তাফিজের এই ৪-১-১০-৬ এর বোলিং ফিগার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে ষষ্ঠ সেরা বোলিং।
মুস্তাফিজের রেকর্ডময় ম্যাচে বাংলাদেশও জিতেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এখানেও হয়েছে রেকর্ড। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়। কারণ এর আগে কখনও বাংলাদেশ ১০ উইকেটে জয়ের দেখা পায়নি।
এদিন টেক্সাসে আগে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রকে মাত্র ১০৪ রানে আটকে দেন মুস্তাফিজ। জবাব দিতে নেমে তামিম-সৌম্যর দৃঢ়তায় ৫০ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। মুস্তাফিজ ৬ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা, আর মোট ১০ উইকেট নিয়ে হন সিরিজ সেরা।
এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ হারালেও হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সঙ্গে বিশ্বকাপের আগে মিলেছে আত্মবিশ্বাস।