আইপিএল প্রাইজমানি : কে কত রুপি পুরস্কার পেলেন
একপেশে ফাইনালের মাধ্যমে পর্দা নামল আইপিএলের ১৭তম আসরের। অপেক্ষা ফুরালো ১০ বছরের। ২০১২ ও ২০১৪ সালের পর তৃতীয় ট্রফি হাতে নিল কলকাতা। যৌথভাবে সবচেয়ে কম তিন ম্যাচ হেরে আইপিএল শেষ করলো দলটি। ২০০৮ সালে সমান সংখ্যক ম্যাচ হেরে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। রোমাঞ্চকর এই টুর্নামেন্ট শেষে কাঁড়ি কাঁড়ি টাকা ঢুকেছে ক্রিকেটার ও দলগুলোর ব্যাংক অ্যাকাউন্টে। এক নজরে দেখে নেওয়া যাক কোন ক্রিকেটার কত টাকা পেলেন।
ডট বলস অব দ্য ফাইনাল : হারশিত রানা-কেকেআর (১ লাখ রুপি)
মোস্ট ফোরস অব দ্য ফাইনাল : রহমানউল্লাহ গুরবাজ-কেকেআর (১ লাখ রুপি)
মোস্ট সিক্স অব দ্য ফাইনাল : ভেঙ্কটেশ আইয়ার-কেকেআর (১ লাখ রুপি)
ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচ : মিচেল স্টার্ক-কেকেআর (১ লাখ রুপি)
ম্যান অব দ্য ম্যাচ : মিচেল স্টার্ক (৫ লাখ রুপি)
মূল্যবান খেলোয়াড় : সুনিল নারিন-কেকেআর (১০ লাখ রুপি)
আসরসেরা ক্যাচ : রামানদিপ সিংহ-কেকেআর (১০ লাখ রুপি)
বেস্ট স্ট্রাইক রেট : জেক ফ্রেসার-দিল্লি ক্যাপিটালস (১০ লাখ রুপি)
ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য সিজন : সুনিল নারিন (১০ লাখ রুপি)
সর্বোচ্চ ছয় : অভিষেক শর্মা-হায়দরাবাদ (১০ লাখ রুপি)
সর্বোচ্চ চার : ট্রাভিস হেড-হায়দরাবাদ (১০ লাখ রুপি)
ফেয়ার প্লে : সানরাইজার্স হায়দরাবাদ (১০ লাখ রুপি)
সর্বোচ্চ রান সংগ্রহক : বিরাট কোহলি-বেঙ্গালুরু (১০ লাখ রুপি)
সর্বোচ্চ উইকেটশিকারি : হারশাল প্যাটেল-পাঞ্জাব কিংস (১০ লাখ রুপি)
সেরা উদীয়মান : নিতিশ রেড্ডি-হায়দরাবাদ (১০ লাখ রুপি)
সেরা পিচ ও গ্রাউন্ড : হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (৫০ লাখ রুপি)
রানার্সআপ : সানরাইজার্স হায়দরাবাদ (১২.৫ কোটি রুপি)
চ্যাম্পিয়ন : কলকাতা নাইট রাইডার্স (২০ কোটি রুপি)