রিয়াল মাদ্রিদে যত বেতন পাবেন এমবাপ্পে
হেয়ার উই গো—তিন শব্দের এই উক্তিটি ফুটবলবিশ্বে বেশ জনপ্রিয়। ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে এই উক্তির জনক মনে করা হয়। ফুটবল বিশ্বে তিনি এখন ফুটবলার দলবদলের সংবাদের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। এক কথায় ‘ট্রান্সফারগুরু’। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের পরবর্তী গন্তব্য যে রিয়াল মাদ্রিদ, সেই তথ্যও সবার সামনে আনেন এই ফ্যাব্রিজিও। এবার জানা গেল রিয়ালে বেতনবাবদ কত টাকা পাবেন এই ২৫ বছর বয়সী ফুটবলার।
গতকাল রোববার (২ জুন) এক প্রতিবেদনে রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপ্পের চুক্তির কথা নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও স্কাই স্পোর্টস। সেই প্রতিবেদন অনুসারে অন্তত ৫ বছরের জন্য চুক্তি করেছেন এমবাপ্পে। আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদ তার চুক্তির অংক প্রকাশ না করলেও বিবিসি ও স্কাই স্পোর্টসের প্রতিবেদনে জানানো হয়, মৌসুমপ্রতি ১৫ মিলিয়ন ইউরো করে পাবেন এমবাপ্পে। বাংলাদেশি মুদ্রায় যা ১৯১ কোটি টাকার কিছু বেশি।
চুক্তির জন্য বোনাস হিসেবে পাঁচ বছরে পাবেন ১৫০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯১০ কোটি টাকার মতো। যে অর্থ অবশ্য কিস্তি হিসেবে দেওয়ার সুযোগ পাবে রিয়াল মাদ্রিদ। এছাড়াও ইমেজ রাইট থেকেও লভ্যাংশ পাবেন এই ফরাসি ফুটবলার। চলতি মাসেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে এমবাপ্পের। এরপরই ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে চলে যাবেন তিনি।
আগামী ১ জুলাই শুরু হবে লা লিগার নতুন মৌসুম। তখন থেকেই স্প্যানিশ ক্লাবে দেখা যাবে তাকে। আর এই চুক্তির বিষয়ে আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা দেবে রিয়াল, এমনটাই জানিয়েছেন ফ্যাব্রিজিও। তবে, চলতি মাসে ইউরো চ্যাম্পিয়নশিপের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় ইউরো শেষেই বার্নাব্যুতে আনুষ্ঠানিকভাবে এমবাপ্পেকে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা স্প্যানিশ ক্লাবটির।
এর আগে, ২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে পাড়ি জমান। ফরাসি ক্লাবটির হয়ে ৩০৮ ম্যাচে করেন রেকর্ড ২৫৬ গোল। গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১০৮ গোলে। পিএসজির হয়ে জিতেছেন ১৫ শিরোপা। মাঝে ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি।