মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের মৌসুমটা শুরু হয়েছে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে। এতেই জয় পেয়ে রেকর্ডের খাতায় নাম উঠিয়েছে তারা। তবে রেকর্ডটা আগেও তাদেরই ছিল, এবার নতুন করে আরেকটু উঁচুতে উঠালো তারা।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) দিনগত রাতে লা লিগার নতুন মৌসুমে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
লা লিগার ইতিহাসে রিয়াল মাদ্রিদ একটানা ১৭ মৌসুম প্রথম ম্যাচে অপরাজিত। ২০০৯ সাল থেকে এখনও তারা হার দিয়ে মৌসুম শুরু করেনি। এমন কীর্তি তো আর অন্য কোন ক্লাবের নেই। সর্বশেষ ২০০৮ সালে লা করুনিয়ার মাঠ রিয়াজোরে ২–১ গোলে হেরে মৌসুম শুরু করেছিল রিয়াল।
তবে একটানা ১৬ ম্যাচ জয়ে রেকর্ডটা আগেও রিয়ালের দখলেই ছিল। ইউরোপের সফলতম ক্লাবটি ১৯৬১ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত একটানা মৌসুমের প্রথম ম্যাচে জিতে এসেছে। এই মৌসুম দিয়ে লিগে রিয়ালের ডাগআউটে প্রথমবার দাঁড়িয়েই রেকর্ডটা আরো একটু বড় করলেন শাবি আলোনসো।
লা লিগায় একটানা ১৫ মৌসুম ধরে প্রথম ম্যাচে না হারার রেকর্ড রয়েছে মাদ্রিদের আরেকটি ক্লাবের। আতলেতিকো মাদ্রিদে ২০১০–২০২৪ সাল পর্যন্ত টানা জিতে এসে এই মৌসুমটা শুরু করেছে এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলে হার দিয়ে। এছাড়া টানা ১৩ মৌসুম ধরে প্রথম ম্যাচে অপরাজিত ছিল বার্সেলোনা (১৯৯৫-২০০৭) ও ভ্যালেন্সিয়া (১৯৪২–১৯৫৪)।
রিয়াল মাদ্রিদের হয়ে লিগে গতকাল প্রথমবার ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামেন ফরাসি তারকা এমবাপ্পে। রিয়ালের জার্সিতে মৌসুমের প্রথম গোল করে নাম লেখালেন আরেক ফরাসি তারকা করিম বেনজেমার পাশে। এর আগে ২০১৩, ২০১৪, ২০১৯ ও ২০২১ রিয়ালের হয়ে মৌসুমের প্রথম গোল করেছিলেন বেনজেমা।
এর আগে লা লিগায় প্রথম ম্যাচে পেনাল্টি গোলে জয় পাওয়ার ঘটনা ঘটেছে চারবার। পঞ্চম দল হিসেবে এবার সেই তালিকায় নাম উঠালো রিয়াল। ১৯৯০ সালে রিয়াল সোসিয়েদাদ জিতেছিল জন অ্যালড্রিজের গোলে, ২০১৭ সালে জোসে লুইস মোরালেসের গোলে জয় পায় লেভান্তে। ২০২১ ও ২০২২ সালে ভ্যালেন্সিয়ার মৌসুম শুরু হয়েছিল কার্লোস সোলারের পেনাল্টি গোলে জয় দিয়ে।