ডেনমার্কের কাছে আটকে গেল ইংল্যান্ড
ইউরোপিয়ান ফুটবলকে বলা হয় খেলাটির পাওয়ার হাউজ। গতি আর আক্রমণের মিশেলে প্রতিটি দলই নিজেদের সেরাটা নিয়ে মাঠে নামে। বিনা যুদ্ধে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সেটিই যেন মঞ্চস্থ হলো আরও একবার। জার্মানির ফ্র্যাঙ্কফুটের ওয়েল্ড স্টেডিয়ামে বৃহস্পতিবার (২০ জুন) মুখোমুখি হয় ইংল্যান্ড ও ডেনমার্ক। ম্যাচে ইংলিশদের রীতিমতো চেপে ধরে ড্যানিশরা। জয়ের দেখা পায়নি কেউ। উত্তেজনায় ভরপুর ম্যাচটি শেষ হয় ১-১ সমতায়।
প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে এক গোলের কষ্টার্জিত জয় পেয়েছিল হ্যারি কেইন-জুড বেলিংহামের ইংল্যান্ড। সেই হতাশা ভুলে জয়ের আশাতেই মাঠে নামে দলটি। ১৮ মিনিটে কেইনের গোলে এগিয়েও যায় তারা। তবে, সেটিই শেষ। এরপর গোটা ম্যাচে আর কোনো গোলের দেখা পায়নি ইংল্যান্ড। বরং, প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতেই কেটেছে অনেকটা সময়।
প্রথমার্ধেই ব্যবধান ঘুচিয়ে ফেলে ডেনমার্ক। ৩৪ মিনিটে মর্টিন হালমান্ডের গোলে ম্যাচে সমতা ফেরায় তারা। গোল শোধ করে মরিয়া হয়ে ওঠে দলটি। ইংলিশদের পড়তে হয় পরীক্ষায়। বিপদ সামলে ১-১ সমতায় প্রধমার্ধ শেষ করে ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধে আগ্রাসী ফুটবল খেলে দুদল। তবে, রক্ষণভাগের দৃঢ়তায় গোল হয়নি। কোনো শিবিরই আক্রমণকে শেষ পর্যন্ত পরিণতিতে পরিণত করতে পারেনি। তাই, ম্যাচ শেষ হয় প্রথমার্ধে পাওয়া গোলগুলোতেই।
১-১ সমতার ম্যাচে বল দখল কিংবা আক্রমণ–উভয় দিকে এগিয়ে ছিল ডেনমার্ক। ৪৯ শতাংশ বল দখলে রেখে ইংল্যান্ড অ্যাটাক করে ১২টি। যার চারটি ছিল অন টার্গেট। যেখানে ডেনমার্ক মোট ১৬টি আক্রমণ করে, যার সাতটিই ছিল লক্ষ্য বরাবর।